দেশে উৎপাদন বাড়বে, গ্রাহকও সুফল পাবে

গোলাম মুর্শেদ, ব্যবস্থাপনা পরিচালক ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ

দেশীয় শিল্পের জন্য এবারের বাজেট ভালো হয়েছে। কর কমানো হয়েছে এবং বিভিন্ন পণ্য দেশে উৎপাদনে উৎসাহ দেওয়া হয়েছে। করোনার মধ্যে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সরকার এই বিশেষ ছাড় দিল। এটা শিল্পের জন্য সুফল বয়ে আনবে।

বাজেটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, জুসার, রাইসকুকার ইত্যাদি গৃহস্থালি পণ্য উৎপাদনে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) অব্যাহতি দেওয়া হয়েছে। এতে দেশে শিল্পায়নে ইতিবাচক প্রভাব পড়বে। দেশে এসব গৃহস্থালি পণ্যের উৎপাদন বাড়বে। ভ্যাট ছাড় দেওয়ায় উৎপাদন বাড়বে। আমরা ওয়ালটনের পক্ষ থেকে এ খাতে বড় চিন্তা করছি।

সার্বিকভাবে গ্রাহকও সুফল পাবে। কারণ, দেশে উৎপাদন ব্যয় কমলে দাম নাগালের মধ্যে আসে। সরকার কর ছাড় দিলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সাধারণ মানুষের কাছে সুফলটুকু পৌঁছে দেওয়ার।

করের ক্ষেত্রে একটি ছাড় শুধু নতুন শিল্প করার ক্ষেত্রে দেওয়া হয়েছে। আমরা চাইব এটা সবাইকে দেওয়া হোক।

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রেফ্রিজারেটর বিক্রি বাড়ে। আশঙ্কা ছিল, করোনার মধ্যে ব্যবসা পরিস্থিতি অনেকটা খারাপ হয়ে যায় কি না। কিন্তু আমরা দেখছি, যতটা আশঙ্কা করা হচ্ছিল, ব্যবসার ওপর ততটা প্রভাব পড়েনি।