২০২০ সালে টেকসই অর্থায়ন নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এরপর ওই নীতিমালার আলোকে পরিবেশবান্ধব শিল্পসহ টেকসই প্রকল্পে অর্থায়ন বাড়াতে শুরু করেছে অনেক ব্যাংক। এ অর্থায়নের ক্ষেত্রে কেউ বেছে নিচ্ছে কৃষি খাত, কেউবা ইটিপি স্থাপন আর কেউবা বাড়াচ্ছে সিএসআর ব্যয়। টেকসই অর্থায়ন নিয়ে কী ভাবছেন স্বীকৃতিপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা। ১০ জন এমডি ও সিইওর ভাবনা নিয়ে এ আয়োজন।
ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। পরিবেশবান্ধব শিল্প স্থাপনে বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি তৈরিতে অর্থায়নে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। যেসব শিল্পে ইটিপি বাধ্যতামূলক, কিন্তু ইটিপি নেই, সে ধরনের শিল্পে আমরা অর্থায়ন করি না। আবার ইটিপি স্থাপনে আমরা যে অর্থায়ন করি, সেটা বেশ দীর্ঘমেয়াদি। যাতে প্রতিষ্ঠানগুলো এ খাতে বিনিয়োগে আগ্রহী হয়। এ ছাড়া পরিবেশবান্ধব ব্যাংকিংয়ের অংশ হিসেবে আমাদের ব্যাংকিং কার্যক্রমের ৯০ শতাংশই পরিচালিত হয় পেপারবিহীন। আবার আমাদের শাখাগুলোতে বিদ্যুতের যে চাহিদা, তার অর্ধেকই পূরণ করা হয় সৌরবিদ্যুতের মাধ্যমে। টেকসই অর্থায়নে আমরা গ্রাহকদের উৎসাহিত করি।