পরিকল্পিত কৃচ্ছ্রসাধন করতে হবে

জাহিদ হোসেন

স্বল্প সময়ে বেশি ঋণ পরিশোধের বিষয়টি আগামী দিনে বাংলাদেশের জন্য চাপের বিষয় হবে। চাপ যে বাড়বে, তা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। কিন্তু কতটা চাপ তৈরি হবে, সেটাই হলো প্রশ্ন। বর্তমানে আমরা বছরে ২০০ কোটি ডলারের বেশি ঋণ পরিশোধ করি। ২০২৬ সালের পর তা আরও বেড়ে যাবে।

এখন যেসব ঋণের অর্থ পরিশোধ করছি, তার সঙ্গে আগামী কয়েক বছরের মধ্যে নতুন করে বেশ কিছু অর্থ যোগ হবে। ফলে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে বাড়বে জ্বালানি তেল আমদানিও। এ ছাড়া আরও বেশ কয়েকটি বড় প্রকল্পের কাজও চলমান।

সব মিলিয়ে আগামী কয়েক বছরের মধ্যে ঋণ পরিশোধ ও আমদানি ব্যয়ের ওপর চাপ অনেক বাড়বে। যদি সেই পরিমাণ নতুন অর্থায়ন জোগান দেওয়া না যায়, তাহলে রিজার্ভের ওপর বাড়তি চাপ তৈরি হবে। কোথায় কোন সময়ের মধ্যে কত ঋণ পরিশোধ করতে হবে, সব তথ্য আমাদের জানা। এ জন্য কোনো অনিশ্চয়তার কথা বলে তথ্য গোপন করা ঠিক হবে না। আগাম প্রস্তুতি নিয়ে পরিকল্পিত কৃচ্ছ্র সাধন করতে হবে। হঠাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে মানুষের কষ্টের মাধ্যমে কৃচ্ছ্র সাধন করা কোনো সমাধান না।

জাহিদ হোসেন

সাবেক মুখ্য অর্থনীতিবিদ, বিশ্বব্যাংক, ঢাকা কার্যালয়