প্রতিটি সূচকে আমরা ভালো করেছি

২০২০ সালে টেকসই অর্থায়ন নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এরপর ওই নীতিমালার আলোকে পরিবেশবান্ধব শিল্পসহ টেকসই প্রকল্পে অর্থায়ন বাড়াতে শুরু করেছে অনেক ব্যাংক। এ অর্থায়নের ক্ষেত্রে কেউ বেছে নিচ্ছে কৃষি খাত, কেউবা ইটিপি স্থাপন আর কেউবা বাড়াচ্ছে সিএসআর ব্যয়। টেকসই অর্থায়ন নিয়ে কী ভাবছেন স্বীকৃতিপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা। ১০ জন এমডি ও সিইওর ভাবনা নিয়ে এ আয়োজন।

মাসরুর আরেফিন, ব্যবস্থাপনা পরিচালক, দ্য সিটি ব্যাংক

বাংলাদেশ ব্যাংক যেসব সূচকের ওপর ভিত্তি করে এই রেটিং করেছে, তার প্রতিটিতে আমরা ভালো করেছি। ৫ শতাংশ টেকসই অর্থায়ন লক্ষ্যের বিপরীতে আমাদের অর্জন ৪ দশমিক ১ শতাংশ। আমরা অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়েও ভালো করছি। আমরা এসএমই খাতে বেশি গুরুত্ব দিচ্ছি, আবার বিকাশের গ্রাহকদের ক্ষুদ্রঋণ দিয়ে সারা দেশে সেবা ছড়িয়ে দিয়েছি। ফলে সিটি ব্যাংকের ঋণ পেতে কোন এলাকা আরা বাধা নয়, নথিপত্রও লাগছে না। সিটি ব্যাংক প্রায় ১ হাজার ৮০০ নারী উদ্যোক্তাকে ১১২ কোটি টাকা ঋণ দিয়েছে। পরিবেশবান্ধব প্রকল্প ও সৌরবিদ্যুতেও আমাদের ভালো বিনিয়োগ রয়েছে। এভাবে আমরা ধীরে ধীরে গ্রামে পৌঁছে যাচ্ছি। সেবা দিতে আমাদের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংক একযোগে কাজ করছে।