সাক্ষাৎকার

আধুনিক প্রযুক্তির ফ্রিজ তৈরি করছি

আর এন পাল, ব্যবস্থাপনা পরিচালক, আরএফএল গ্রুপ

প্রথম আলো:

বর্তমানে আপনারা কত ধরনের ফ্রিজ উৎপাদন করছেন?

উত্তর: ২০১৪ সাল থেকে ফ্রিজ উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ফ্রস্ট-রেফ্রিজারেটর, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, চেস্ট ফ্রিজার, বেভারেজ কুলার ও আইসক্রিম ফ্রিজার রয়েছে।

দেশের বাইরেও আমাদের ফ্রিজের চাহিদা বাড়ছে। বর্তমানে ১০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে।
আর এন পাল, ব্যবস্থাপনা পরিচালক, আরএফএল গ্রুপ
প্রথম আলো:

বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স পণ্যের মধ্যে ফ্রিজ নিয়ে আপনাদের পরিকল্পনা কী?

উত্তর: আমাদের ফ্রিজের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে আধুনিক প্রযুক্তির ফ্রিজ তৈরি করছি।

প্রথম আলো:

প্রশ্ন: বিদেশে ফ্রিজ রপ্তানির সম্ভাবনা কেমন দেখছেন?

উত্তর: দেশের চাহিদার পাশাপাশি দেশের বাইরেও আমাদের ফ্রিজের চাহিদা বাড়ছে। বর্তমানে ১০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে।

প্রথম আলো:

প্রশ্ন: ফ্রিজের বাজারে দেশি কোম্পানিগুলো কেমন করছে?

উত্তর: বর্তমানে ফ্রিজ বাজারের ৮৫ শতাংশ দেশীয় ব্র্যান্ডের দখলে। এ চাহিদা প্রতিনিয়ত বাড়ছে।

প্রথম আলো:

মূল্যস্ফীতির কারণে সাধারণ ভোক্তারা চাপের মধ্যে রয়েছে। এ ক্ষেত্রে ফ্রিজ কিনতে চাওয়া গ্রাহকদের জন্য আপনারা কী সুবিধা রাখছেন?

উত্তর: ভিশনের ফ্রিজ অনলাইন কিনলে রয়েছে ১০ শতাংশ ছাড়। এ ছাড়া ভিশনের যেকোনো ফ্রিজের সঙ্গে ১২ পিসের নিশ্চিত আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি।

প্রথম আলো:

আপনারা ফ্রিজ উৎপাদন করছেন কোন কারখানায়?

উত্তর: আরএফএল ইলেকট্রনিকস, ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, পলাশ, নরসিংদী।

প্রথম আলো:

পণ্যের মানোন্নয়নে আরঅ্যান্ডডিতে আপনারা কতখানি গুরুত্ব দিচ্ছেন? এ ক্ষেত্রে আপনাদের ফ্রিজ কেন সেরা?

উত্তর: আধুনিক ডিজাইন, দৃষ্টিনন্দন কালার আর অত্যাধুনিক ফিচারে তৈরি ‘ভিশন ফ্রিজ’।

দ্রুত হিট ট্রান্সফারের জন্য ভিশন ফ্রিজে ব্যবহার করা হয়েছে ‘১০০ শতাংশ কপার কনডেনসার’, যা খাবার রাখার সঙ্গে সঙ্গে ঠান্ডা করে ফেলে। ভিশন ফ্রিজে ব্যবহার করা হয়েছে পরিবেশবান্ধব গ্যাস, যা ওজোনস্তর তথা পরিবেশের কোনো ক্ষতি করে না।

এতে রয়েছে উচ্চ সক্ষমতার কুলিং সিস্টেম ও ২০ শতাংশ এক্সট্রা ক্যাপাসিটিসম্পন্ন কম্প্রেসর, যা সাধারণ ফ্রিজের তুলনায় দ্রুত ঠান্ডা করে। গ্রামাঞ্চলে যেখানে বিদ্যুতের ভোল্টেজ অনেক কম থাকে, সেখানেও শক্তিশালী কম্প্রেসরের ভিশন ফ্রিজ সেবা দিয়ে যাচ্ছে।