গ্রামের মানুষও এসি কিনছে

দেশে এসির বাজার বড় হচ্ছে। বছর বছর তাপমাত্রা যেমন বাড়ছে তাতে এসি আর নিছক বিলাস দ্রব্য নয়; অনেক ক্ষেত্রেই তা প্রয়োজনীয় হয়ে উঠেছে। এই বাস্তবতায় আজ প্রথম আলো দেশের এসির বাজার নিয়ে বিশেষ আয়োজন করেছে। এই আয়োজনে সাক্ষাৎকার দিয়েছেন এস এম মাহবুবুল আলম

প্রশ্ন:

এবার প্রচণ্ড গরম পড়েছে। গরমে এসির বিক্রি কেমন?

এস এম মাহবুবুল আলম: তীব্র গরম থেকে স্বস্তি পেতে অনেকেই ছুটছেন শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) কিনতে, যার ফলে দেশব্যাপী উল্লেখযোগ্যভাবে বেড়েছে এসি বিক্রি। এ বছর বাজারে এসির চাহিদা ছয় লাখ ছাড়াবে।

প্রশ্ন:

পরিবেশবান্ধব এসি উত্পাদনের বিষয়টিকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন আপনারা?

এস এম মাহবুবুল আলম: ওয়ালটন সব সময় পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী এসি উত্পাদনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। তাই ওয়ালটন হাইটেক পার্কে গড়ে তোলা হয়েছে পরিবেশবান্ধব পণ্য উত্পাদনপ্রক্রিয়া। ওয়ালটন এসিতে এখন ব্যবহৃত হচ্ছে বিশ্বস্বীকৃত পরিবেশবান্ধব আর-৩২ গ্যাস।

প্রশ্ন:

পরিবেশবান্ধব পণ্য উত্পাদনপ্রক্রিয়ার জন্য ওয়ালটন ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছে। পরিবেশ সংরক্ষণে ওয়ালটন কি আরও কোনো উদ্যোগ নিয়েছে?

এস এম মাহবুবুল আলম: হ্যাঁ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীতিমালার আওতায় অপরিহার্য প্রতিপালন, পরিবেশগত প্রতিপালন, প্রাতিষ্ঠানিক প্রতিপালন ও উদ্ভাবনী কার্যক্রম বিবেচনা করে ওয়ালটনকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও উষ্ণায়ন কমানোর লক্ষ্যে এ বছর বৃক্ষরোপণের মৌসুমে পাঁচ লাখ গাছ রোপণের কর্মসূচি নিয়েছি আমরা।

প্রশ্ন:

ঢাকা ও চট্টগ্রামের বাইরে অন্য শহরগুলোয় এসি কেমন বিক্রি হয়?

এস এম মাহবুবুল আলম: গ্রামে দালানঘরের সংখ্যা বেড়েছে। তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে গ্রামাঞ্চলের মানুষও এখন এসি কিনছেন, যার ফলে ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি দেশজুড়ে এসি বিক্রি বেড়েছে।

প্রশ্ন:

অন্যান্য ব্র্যান্ডের এসির সঙ্গে আপনাদের পার্থক্য কী?

এস এম মাহবুবুল আলম: আমাদের এসিতে রয়েছে সর্বোচ্চসংখ্যক ফিচার ও উন্নত প্রযুক্তি। রয়েছে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ বিদ্যুৎসাশ্রয়ী বিএসটিআইর ছয় স্টার এনার্জি রেটিং সনদ, এয়ার প্লাজমা প্রযুক্তি, আইওটি–বেজড স্মার্ট কন্ট্রোল সিস্টেম, রিমোট ফাইন্ডার, ব্লুটুথ, অফলাইন ভয়েস কন্ট্রোল, ইউভি কেয়ার ও কোটেকের মতো প্রযুক্তি।