দ্রব্যমূল্যের লাগাম টানতে হবে

আরজুমান আরা

নতুন বছরে প্রধান প্রত্যাশা মানুষের মৌলিক চাহিদাগুলো নিয়ে যেন কাউকে হাহাকার করতে না হয়। সে জন্য দ্রব্যমূল্যের লাগাম টানতে হবে। তাহলে অন্তত খাবার নিয়ে মানুষের দুশ্চিন্তা কমবে। বাজার ব্যবস্থাপনা ভালো হলে সাধারণ মানুষের কষ্ট অনেকটা লাঘব হবে।

শুধু বাজার নিয়ন্ত্রণই সব নয়, মানুষ যেন তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়; সেদিকে খেয়াল রাখতে হবে। নতুন বছরের শুরুতে প্রত্যাশা থাকবে, নাগরিক সুযোগ-সুবিধা আরও বাড়বে। বিশেষ করে নারীদের জন্য নিরাপদ গণপরিবহন নিশ্চিতের মতো বিষয়ে গুরুত্ব দিতে হবে। শহরে পর্যাপ্ত খোলামেলা জায়গার অভাব। ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে এসব সুবিধা বাড়ানো দরকার।

রাষ্ট্র যেমন নাগরিকের সুবিধা নিশ্চিত করবে, নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। নাগরিকদেরও সামাজিক কিছু দায়বদ্ধতা আছে, যা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। মানুষ হিসেবে মানুষের জন্য যতটুকু করা প্রয়োজন, সেটি করা দরকার। আমার চাওয়া, সাম্য ও সহমর্মিতার ভিত্তিতে গড়ে উঠুক আমাদের এই সমাজ।

সে ক্ষেত্রে মনে রাখতে হবে, পরিবার হচ্ছে ভালো কিছু শুরুর জায়গা। আচরণ থেকে শুরু করে অভ্যাস—সবকিছুর সূতিকাগার পরিবার। সময় যত এগোচ্ছে, দেশ হিসেবে উন্নতি করছি, তত নিজেদের সময় দিতে ভুলে যাচ্ছি। নিজের পাশাপাশি পরস্পরকে ভালোবাসতে ভুলে যাচ্ছি।নিজের জন্য তাই নতুন বছরে একটু সময় বের করুন, নিজেকে সময় দিন, ভালোবাসুন। মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিন। আসুন, নিজে ভালো থাকি। আশপাশের মানুষকে ভালো থাকতে সাহায্য করি।

নিজের জন্য তাই নতুন বছরে একটু সময় বের করুন, নিজেকে সময় দিন, ভালোবাসুন। মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিন। আসুন, নিজে ভালো থাকি। আশপাশের মানুষকে ভালো থাকতে সাহায্য করি।

  • আরজুমান আরা গৃহিণী, ঢাকা