ঢাকা ইপিজেডে ৭৫% নারী শ্রমিক হয়রানির শিকার 

ঢাকা ইপিজেড।
সংগৃহীত

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) কারখানাগুলোতে কর্মরত প্রায় ৭৫ শতাংশ নারী কোনো না কোনো সময় মানসিক ও মৌখিক হয়রানির শিকার হয়েছেন। এ ছাড়া ১৬ শতাংশ শারীরিক ও ১২ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। এর বিপরীতে ৮৩ শতাংশ নারী কোনো অভিযোগ জানান না। বেসরকারি সংগঠন কর্মজীবী নারীর করা এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। 

গতকাল মঙ্গলবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে ডিইপিজেডে কর্মরত শ্রমিকদের অবস্থা নিয়ে আয়োজিত এক সংলাপে এসব তথ্য প্রকাশ করে সংস্থাটি। উপস্থাপনা দেন কর্মজীবী নারীর গবেষণা কর্মকর্তা ফারহানা জুবাইদা। 

সংলাপ আয়োজনে সহযোগিতা করে এশিয়া প্যাসিফিক ফোরাম ফর উইমেন ল অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিডব্লিউএলডি)। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আক্তার। 

২০২১ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত সাভারের আশুলিয়ার ভাদাইল ও শ্রীপুর গ্রামের ৩০০ নারী শ্রমিকের ওপর এ জরিপ পরিচালনা করে কর্মজীবী নারী। এতে ডিইপিজেডে কর্মরত নারী শ্রমিক ও শ্রমের মান নিয়ে জানতে চাওয়া হয়।