হাইব্রিড বাজেট করার চেষ্টা করেছে সরকার

আগামী ২০২৩–২৪ অথ৴বছরের বাজেট কেমন হলো তা নিয়ে কথা বলেছেন ব্যবসায়ী নেতা, শেয়ারবাজারের প্রতিনিধি, নারী উদ্যোক্তা ও তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা।

মো. সামীর সাত্তার, সভাপতি, ঢাকা চেম্বার

বর্তমানে অর্থনীতিতে যে সংকট চলছে, তা আগে কখনই দেখেনি বাংলাদেশ। ফলে সংকটকালীন এই সময়কে বিবেচনায় নিয়ে প্রস্তাবিত বাজেটকে বিবেচনা করতে হবে। এই সংকট মোকাবিলা শুধু বাজেট দিয়ে হবে না; নীতিগুলো ঠিকঠাক করতে হবে। বাজেট ঠিকমতো বাস্তবায়ন করা গেলে সংকট পুরোপুরি উত্তরণ না হলেও অনেকটা হবে।

সেই বিচারে আমি মনে করি, হাইব্রিড বাজেট করার চেষ্টা করেছে সরকার। বিপুল অঙ্কের রাজস্ব আদায়ের লক্ষ্য নেওয়া হয়েছে। আবার ব্যবসার পুরোপুরি ক্ষতি না করে কিছু সুযোগ-সুবিধাও দেওয়া হয়েছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রস্তাবিত বাজেটে মোটাদাগে কিছু নেই। তবে চিকন দাগে যদি বলি, ডিজেলের দাম কমানোর জন্য কিছু করছাড় দেওয়া হয়েছে। আবার ১৩ ধরনের জ্বালানি পণ্যে ভ্যাট বাতিল করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। যদিও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মুদ্রা ও রাজস্ব—উভয় নীতিকে একত্রে ব্যবহার করতে হবে।

সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয়ের সীমা নির্ধারণের পর আবার ৩৮টি সেবা নিতে ২ হাজার টাকা ন্যূনতম কর আরোপ করা হয়েছে বাজেটে। এটি আয়কর আইনের মৌলিক দর্শনের সঙ্গে সাংঘর্ষিক। সে কারণে এই ন্যূনতম কর বাতিলের দাবি করছি।

  • মো. সামীর সাত্তার, সভাপতি, ঢাকা চেম্বার