২০২০ সালে টেকসই অর্থায়ন নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এরপর ওই নীতিমালার আলোকে পরিবেশবান্ধব শিল্পসহ টেকসই প্রকল্পে অর্থায়ন বাড়াতে শুরু করেছে অনেক ব্যাংক। এ অর্থায়নের ক্ষেত্রে কেউ বেছে নিচ্ছে কৃষি খাত, কেউবা ইটিপি স্থাপন আর কেউবা বাড়াচ্ছে সিএসআর ব্যয়। টেকসই অর্থায়ন নিয়ে কী ভাবছেন স্বীকৃতিপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা। ১০ জন এমডি ও সিইওর ভাবনা নিয়ে এ আয়োজন।
জলবায়ুপরিবর্তন, কার্বন নিঃসরণ, বৈশ্বিক তাপমাত্রা ইত্যাদি এখন পুরো বিশ্বের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে টেকসই উন্নয়নের বিষয়টি বিশ্বজুড়ে ব্যাপকভাবে আলোচনায় এসেছে। টেকসই উন্নয়নের জন্য টেকসই অর্থায়ন একটি গুরুত্বপূর্ণ উপাদান। শুরু থেকেই অর্থায়নের ক্ষেত্রে আইডিএলসি পরিবেশ ও সমাজের চাহিদাকে বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে। ২০২০ সালে বাংলাদেশ ব্যাংক যে টেকসই অর্থায়নের নীতিমালা ঘোষণা করেছে, এর আলোকে আইডিএলসি নিজস্ব টেকসই অর্থায়নের নীতিমালা করেছে।
২০২১ সালে আইডিএলসি বার্ষিক মেয়াদি ঋণের ৭ দশমিক ৩০ শতাংশ পরিবেশবান্ধব শিল্পে এবং বার্ষিক মোট ঋণের ২১ শতাংশ টেকসই অর্থায়ন করেছে।