নীতি করলেই হবে না, কার্যকর করতে হবে

খেলাপি ঋণ কমানো, বেনামি ঋণ বন্ধ ও ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করে নতুন পথনকশা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তাতে ২০২৬ সালের জুনের মধ্যে এসব ক্ষেত্রে বাস্তবায়নের জন্য বেশ কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে কথা বলেছেন দেশের মইনুল ইসলাম অর্থনীতিবিদ।

মইনুল ইসলাম

খেলাপি ঋণ কমানো ও ব্যাংক খাতে সুশাসন ফেরাতে বাংলাদেশ ব্যাংক যে পথনকশা ঘোষণা করেছে, তা অবশ্যই ভালো উদ্যোগ। তবে খেলাপি ঋণ যে চার লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে, তা স্বীকার করছে না বাংলাদেশ ব্যাংক। যদিও অবলোপন করা ঋণের কথা বলা হয়েছে নতুন পথনকশায়।

এখানে বলা দরকার, ২০১২ সালে বাংলাদেশে খেলাপি ঋণের যে সংজ্ঞা ছিল, তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও গ্রহণযোগ্য ছিল। সাবেক অর্থমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরই প্রচলিত তিন ধরনের শ্রেণীকরণের নিয়ম পরিবর্তন করে ব্যাংক খাতের অনাদায়ী ঋণকে শ্রেণীকরণের নতুন নিয়ম চালু করেছিল।

তাতে খেলাপি ঋণের তিন ধরনের শ্রেণীকরণের ক্ষেত্রে তিন মাস করে সময় বাড়ানো হয়েছে। এখন আবার আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়মে ফিরে যাচ্ছি, এটা ভালো দিক। আবার ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের কথাও বলা হয়েছে।

এ ছাড়া বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থ দেশে ফেরাতে বিশেষ সুযোগ দিয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী। বাজেটে তিনি ৭ শতাংশ কর দিয়ে পাচারের অর্থ ফেরত আনার সুযোগ দিয়েছিলেন, যদিও তা কোনো কাজে দেয়নি। এদিকে ডলারের বিপরীতে টাকার মান কমেছে, যার কারণে দেশে মূল্যস্ফীতির তাণ্ডব চলছে।

সারা দেশের অর্থনীতিতে বর্তমানে যে খারাপ অবস্থা, এর পেছনে ব্যাংক খাতে লুটপাটই প্রধানত দায়ী। ব্যাংকগুলোকে পারিবারিক সম্পত্তিতে পরিণত করা হয়েছে। এমন একটি দেশের নামও কেউ বলতে পারবেন না, যেখানে একটি গ্রুপের হাতে সাতটি ব্যাংকের নিয়ন্ত্রণ রয়েছে। কোনো সভ্য দেশের সরকার তা মেনে নিতে পারে না।

২০২৬ সালের ৩০ জুনের পরে ব্যাংক খাতের খেলাপি ঋণ ৮ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আমরা সেই লক্ষ্যমাত্রা শুধু কাগজে–কলমে নয়, বাস্তবে কার্যকর দেখতে চাই। ব্যাংক খাতে সুশাসনের বিষয়টিও বাস্তবে কার্যকর করে দেখাতে হবে। শুধু নীতি করলেই হবে না। নীতি কার্যকর করতে হবে। তাহলেই ব্যাংক খাতে কিছু ভালো কাজ হবে বলে আশা করি।

  • মইনুল ইসলাম, সাবেক অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়