সংকট ধীরে ধীরে কেটে যাবে

খন্দকার গোলাম মোয়াজ্জেম

রপ্তানিকারক থেকে শুরু করে বিভিন্ন পক্ষ সাম্প্রতিক সময়ে প্রচুর ক্রয়াদেশের যে তথ্য দিচ্ছিল, সেটিরই প্রতিফলন দেখা গেল এক মাসে রেকর্ড পরিমাণ রপ্তানিতে। তবে উদ্যোক্তারা পণ্য জাহাজীকরণ নিয়ে সমস্যায় আছেন। কাঁচামাল নিয়েও দুশ্চিন্তা বাড়ছে। দীর্ঘদিন পর পুরো বিশ্ব স্বাভাবিক হওয়ায় বাড়তি চাহিদা তৈরি হয়েছে। এ জন্য নানামুখী সংকট তৈরি হয়েছে বিশ্ববাণিজ্যে। তবে এ সংকট ধীরে ধীরে কেটে যাবে।

বর্তমান পরিস্থিতিতে রপ্তানি ধরে রাখতে আমাদের উদ্যোক্তাদের পণ্যের দর-কষাকষি ঠিকঠাকভাবে করতে হবে। একটি মার্জিনের নিচে ক্রয়াদেশ নেওয়া ঠিক না। আবার নতুন পণ্য উৎপাদনে বেশি আগ্রহ দেখানো দরকার। এতে ভবিষ্যতে বাড়তি ক্রয়াদেশ ধরে রাখার সুযোগ বাড়বে।