বাংলাদেশ থেকে ভারতে পোশাক রপ্তানি বাড়ছে
বাংলাদেশ থেকে ভারতে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে, যা প্রায় সাড়ে ১৬ শতাংশ প্রবৃদ্ধি। ভারতের স্থলপথে নিষেধাজ্ঞা সত্ত্বেও চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি বেড়েছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, সমুদ্রপথে সময় বেশি লাগলেও সাশ্রয়ী হওয়ায় চ্যালেঞ্জ হয়নি। এনবিআর জানায়, বিধিনিষেধের পর গত তিন মাসে ভারতে পোশাক রপ্তানি বেড়েছে ১৫ শতাংশ। ভারতের শীর্ষ ক্রেতা টাটা গ্রুপের ট্রেন্ট লিমিটেড।