ডলারের দাম আরও ৫০ পয়সা বাড়ল

ছবি: সংগৃহীত

ডলারের দাম আরেক দফা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার প্রতি ডলারের দাম আরও ৫০ পয়সা বাড়ানো হয়েছে। তাতে প্রতি ডলারের বিনিময় মূল্য ৯২ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৩ টাকা ৪৫ পয়সা। নতুন দামে মঙ্গলবার ৪ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ডলারের সংকট কাটাতে বিলাসপণ্য আমদানিতে আরও কড়াকড়ি আরোপ হতে পারে। বিশেষ কয়েকটি পণ্য আমদানিতে ব্যাংকঋণ বন্ধ ও শতভাগ মার্জিনের শর্ত আরোপ করার পরিকল্পনা করা হচ্ছে।
ক্রমাগত ডলার-সংকটের কারণে কেন্দ্রীয় ব্যাংক দফায় দফায় ডলারের দাম বাড়াচ্ছে।

ফলে গত দুই মাসে প্রতি ডলারের দাম ৮৬ টাকা থেকে বেড়ে ৯৩ টাকা ৪৫ পয়সায় উঠেছে। এটাকে আন্তব্যাংক দাম বলে উল্লেখ করছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও ব্যাংকগুলোতে এই দামে কোনো ডলার লেনদেন হচ্ছে না। মূল্যবৃদ্ধির ফলে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ডলারের দামের পার্থক্য পাঁচ-ছয় টাকা হয়ে গেছে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডলারের দাম বাড়ানো হয়েছে ৫০ পয়সা। এই দামে মঙ্গলবার ডলার বিক্রি করা হয়েছে।

এদিকে প্রতিনিয়ত ডলার বিক্রির ফলে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৪ হাজার ১০০ কোটি ডলারে নেমেছে। তবে এখন ডলার বিক্রি করে ভালো মুনাফাও করছে কেন্দ্রীয় ব্যাংক। যেই ডলার তারা ৮৪-৮৬ টাকায় কিনেছিল, তা এখন বিক্রি করছে ৯৩ টাকা ৪৫ পয়সায়। পাশাপাশি ব্যাংকগুলোকেও টাকা ধার দেওয়া বাড়িয়েছে। ফলে ডলার বিক্রি ও টাকা ধার দেওয়া, উভয় ক্ষেত্রেই মুনাফা করছে কেন্দ্রীয় ব্যাংক।