ঢাকায় যমুনা ব্যাংকের আঞ্চলিক ব্যবসা উন্নয়ন বৈঠক অনুষ্ঠিত
সম্প্রতি গ্রাহক সন্তুষ্টি ও ব্যাংকিং কার্যক্রম প্রসারের লক্ষ্যে যমুনা ব্যাংকের ঢাকা অঞ্চল ও সংলগ্ন শাখার ব্যবস্থাপক, ব্যবসায়ী ও আইনজীবীদের সঙ্গে দিনব্যাপী উন্নয়ন বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার ও মো. সিরাজুল ইসলাম ভরসা। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম, উপব্যস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, নূর মোহাম্মদ, এ কে এম আতিকুর রহমানসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও আইনজীবীরা।
আলোচনা শেষে ব্যাংকের ব্যবসা পরিচালনা–সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় এবং তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।