জনতা ও অগ্রণী ব্যাংকে চেয়ারম্যান নিয়োগের প্রজ্ঞাপন ভুয়া: অর্থ মন্ত্রণালয়

অর্থ মন্ত্রণালয়

রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও সরকারি বিশেষায়িত ব্যাংকে পরিচালক ও চেয়ারম্যান নিয়োগসংক্রান্ত ভুয়া প্রজ্ঞাপনের বিষয়ে সতর্ক করেছে অর্থ মন্ত্রণালয়।
এক বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানিয়েছে, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে জনতা ব্যাংক লিমিটেড ও অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে মো. মজিবুর রহমান ও শুধাংশু শেখর বিশ্বাসকে চেয়ারম্যান হিসেবে নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের কপি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নজরে এসেছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বলেছে, এ প্রজ্ঞাপন সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। জালিয়াতির মাধ্যমে এটি করা হয়েছে এবং তা পদ্ধতিগতভাবে ভুল ও আইনের পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও সরকারি বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান নিয়োগের অধিক্ষেত্র অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের। সে কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, তা ভুয়া ও বানোয়াট।

প্রসঙ্গত, ১০ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম উল্লেখ করে জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড ও রাজউকের চেয়ারম্যান নিয়োগের ভুয়া প্রজ্ঞাপন ইস্যুর বিষয়টি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে বেসরকারি ওয়ান ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, এমন একটি প্রজ্ঞাপন ছড়িয়ে পড়ে গত ২৯ মার্চ। দুই দিন পর ৩১ মার্চ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রজ্ঞাপনটিকে ভুয়া আখ্যা দিয়ে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ জানায়।