ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে হবে

ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসায়িক হিসাব খুলতে পারবেন ছোট ব্যবসায়ীরা। হিসাবটি ব্যবসায়িক হলেও তা হবে ব্যবসায়ীর নামে। ব্যাংক, মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) ও লেনদেন সেবা দাতা প্রতিষ্ঠানগুলোতে (পিএসপি) এই হিসাব খোলা যাবে। হিসাব খুলতে কোনো খরচ দিতে হবে না, আবার লেনদেনের ওপর মিলবে ঋণ। বাংলাদেশ ব্যাংকসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে নির্দেশনা দিয়েছে। এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট নাজনীন আহমেদ।

নাজনীন আহমেদ, কান্ট্রি ইকোনমিস্ট, ইউএনডিপি বাংলাদেশফাইল ছবি: প্রথম আলো

ব্যক্তিক রিটেইল হিসাবের সুফল পেতে প্রথমেই ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি করতে হবে। তাঁরা যেন কোনোভাবেই এটা মনে না করেন যে এই হিসাব খুললে ভবিষ্যতে কোনো ধরনের ঝামেলায় পড়তে পারেন।

অনেক ক্ষুদ্র ব্যবসায়ীর ধারণা, এমন হিসাব খোলার অর্থ তাঁদের উচ্চ করের আওতায় নিয়ে আসা হতে পারে। এই ভয় থাকলে তাঁরা হিসাব খুলতেই চাইবেন না। এটা বুঝিয়ে বলতে হবে। অন্যথায় আসল উদ্দেশ্য ব্যাহত হবে।

এ ধরনের উদ্যোগের প্রস্তাব আগেই বিভিন্নভাবে এসেছিল, কিন্তু আলোর মুখ দেখেনি। এখন যেহেতু এটা একটা জায়গায় চলে এসেছে সেহেতু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আন্তরিকতার সঙ্গে এই পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগী হতে হবে। ব্যবসায়ী সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।

ঋণপ্রাপ্তির মতো সুবিধার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ী তো বটেই, সামাজিক মাধ্যম বা ফেসবুকের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে যেসব নারী ছোটখাটো ব্যবসা পরিচালনা করছেন তাঁরাও এর সুফল পাবেন। এর মধ্যে সবচেয়ে বড় উপকারভোগী হবেন অবিবাহিত নারী ও কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীরা। কারণ, তাঁরা ছোট করে ব্যবসা শুরু করলেও ব্যবসাটা বড় করার জন্য পরিবার বা আশপাশের মানুষ থেকে সহযোগিতা কম পান।

আরও পড়ুন