৫০ লাখ টাকার বেশি রাখা যাবে না ব্যাংক হিসাবে

ব্যাংক
প্রতীকী ছবি

দেশের অনুমোদিত মানি চেঞ্জারগুলো তাদের ব্যাংক হিসাবে কত টাকা জমা রাখতে পারবে, তা নির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মানি চেঞ্জারগুলো তাদের ব্যাংক হিসাবে সর্বোচ্চ ৫০ লাখ টাকা জমা রাখতে পারবে।

এ ছাড়া আগের মতো মানি চেঞ্জারগুলো তাদের কাছে সর্বোচ্চ ২৫ হাজার ডলার স্টক রাখতে পারবে। এর বেশি ডলার থাকলে তা ব্যাংক হিসাবে জমা করতে হবে। তবে ব্যাংক হিসাবে জমা ডলারের পরিমাণ কোনোভাবেই ৫০ হাজারের বেশি হবে না।

মানি চেঞ্জারের ব্যাংক হিসাবে সর্বোচ্চ জমা টাকার পরিমাণ হতে পারবে ৫০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ গতকাল বৃহস্পতিবার এই নির্দেশনা জারি করেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মূলত খোলাবাজারে বৈদেশিক মুদ্রার সরবরাহ বৃদ্ধি ও দর নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা বেচাকেনার সঙ্গে জড়িত কোনো মানি চেঞ্জার প্রতিষ্ঠান দিন শেষে নিজেদের কাছে ২৫ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নগদে রাখতে পারবে। এর চেয়ে বেশি বৈদেশিক মুদ্রা থাকলে মানি চেঞ্জার প্রতিষ্ঠানকে তা ব্যাংকে বৈদেশিক মুদ্রা হিসাবে (এফসি হিসাব) জমা দিতে হবে।

সে ক্ষেত্রেও একটি সীমা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এফসি হিসাবে কোনোভাবে ৫০ হাজারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার চেয়ে বেশি জমা রাখতে পারবেন না।

প্রতিষ্ঠান চাইলে বাড়তি বৈদেশিক মুদ্রা ব্যাংকের কাছে বিক্রি করে দিতে পারবে। অবশ্য আগেও একই সীমা প্রযোজ্য ছিল।

এ ছাড়া ব্যবসা পরিচালনায় স্থানীয় মুদ্রা কোনোভাবেই নগদে ৫০ লাখ টাকার বেশি রাখতে পারবে না মানি চেঞ্জাররা।