সাত উদ্যোক্তাকে প্রাইম ব্যাংকের সম্মাননা
বিশ্ব এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প) দিবস উপলক্ষে সারা দেশ থেকে এ খাতের সাত উদ্যোক্তা গ্রাহককে সম্মাননা দিয়েছে বেসরকারি প্রাইম ব্যাংক। গতকাল শনিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উদ্যোক্তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক উদ্যোক্তা অংশ নেন, যাঁরা প্রাইম ব্যাংকের গ্রাহক। এসব উদ্যোক্তার উপস্থিতিতে ব্যাংকের পক্ষ থেকে উদ্যোক্তা উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। প্রাইম ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক জানিয়েছে, দেশজুড়ে প্রাইম ব্যাংকের সাড়ে ১১ হাজারের বেশি সক্রিয় ঋণগ্রহীতার মধ্য থেকে ছয়জন এসএমই উদ্যোক্তা ও কৃষি খাতের একজন উদ্যোক্তাকে বিশেষ এই সম্মাননা দেওয়া হয়। পণ্যবৈচিত্র্য, বার্ষিক রাজস্ব, কর্মসংস্থান, প্রাইম ব্যাংকের সঙ্গে সম্পর্ক, উদ্যোক্তার ধরন (নারী-পুরুষ), উদ্যোগের ধরন (উৎপাদন, সেবা, ট্রেডিং) ইত্যাদি মানদণ্ডের ওপর ভিত্তিকে করে এসব উদ্যোক্তাকে সম্মাননার জন্য বাছাই করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ, উপব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ বলেন, ‘এসএমই খাত দেশের অর্থনীতির চালিকাশক্তি। তারা দেশে কর্মসংস্থান সৃষ্টি করে, গ্রামীণ উন্নয়নে ভূমিকা রাখে এবং আত্মনির্ভর বাংলাদেশের ভিত্তি গড়ে তোলে। এই খাতের বিকাশ মানেই সমৃদ্ধি, স্থিতিশীলতা ও সমান সুযোগের সমাজ গঠন। প্রাইম ব্যাংক অনেক দিন ধরেই এমএসএমই খাতের উন্নয়ন ও অর্থায়নে কাজ করছে। উদ্যোক্তাদের এই সম্মাননা তাঁদের আরও উদ্যমী করে তুলবে এবং দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।