প্রাইম ব্যাংকের লেনদেন ৫ দিন বন্ধ থাকবে

ব্যাংক
প্রতীকী ছবি

দেশের বেসরকারি খাতের প্রাইম ব্যাংকের লেনদেন পাঁচ দিন বন্ধ থাকবে। ব্যাংকটির ডেটা সেন্টার স্থানান্তরের জন্য ২৪ অক্টোবর রাত ২টা থেকে ২৮ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত ব্যাংকটির সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। আজ রোববার বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাইম ব্যাংক তাদের বিদ্যমান ডেটা সেন্টার স্থানান্তরের জন্য ২৪ অক্টোবর রাত ২টা থেকে ২৮ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত লেনদেন বন্ধের জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার কেন্দ্রীয় ব্যাংক তাতে সম্মতি দিয়েছে।