ব্যাংকের ৬০% উপশাখা হবে শহরের বাইরে

ব্যাংকগুলো এখন শাখার পাশাপাশি উপশাখার মাধ্যমেও সেবা ছড়িয়ে দিচ্ছে। তবে কোন উপশাখা কোথায় স্থাপন করা হবে, সে সম্পর্কে এত দিন কোনো নির্দেশনা ছিল না। এখন কেন্দ্রীয় ব্যাংক বলছে, উপশাখার ৬০ শতাংশ সিটি করপোরেশন ও ‘ক’ শ্রেণির পৌরসভার বাইরে খুলতে হবে। পাশাপাশি শাখার এক কিলোমিটার এলাকার মধ্যে উপশাখা খোলা যাবে না।

ব্যাংকের ব্যবসা কেন্দ্র স্থাপন ও ভাড়াসংক্রান্ত নীতিমালা হালনাগাদ করে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে এই শর্ত যুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এটি জারি করা হয়। 

কেন্দ্রীয় ব্যাংক শহরের পাশাপাশি গ্রামে ব্যাংক শাখা খোলাকে প্রাধান্য দিচ্ছে। এ জন্য শহরে একটি শাখা খোলা হলে গ্রামেও একটি শাখা খোলার বাধ্যবাধকতা রেখেছে। আগে শহরের শাখা হিসেবে বিবেচিত হতো সিটি করপোরেশন এলাকা ও ‘ক’ শ্রেণির পৌরসভা এলাকার শাখাগুলো। তা বহাল রেখে নীতিমালায় বলা হয়েছে, ‘খ’ ও ‘গ’ শ্রেণির পৌরসভা ‘ক’ শ্রেণির পৌরসভায় উন্নীত হলে তা শহর শাখা হিসেবে বিবেচিত হবে। 

উপশাখার ৬০ শতাংশ ‘ক’ শ্রেণিভুক্ত পৌরসভার বাইরে খুলতে হবে। ব্যাংকের নাম, নিয়ন্ত্রণকারী শাখার নাম এবং ব্যাংক প্রদত্ত উপশাখাযুক্ত নামের সাইনবোর্ড উপশাখার বাইরে সহজে দৃশ্যমান হয় এমন স্থানে স্থাপন করতে হবে।