মালয়েশিয়ার প্রবাসী আয় আনতে সিটি ব্যাংকের ২ শতাংশ প্রণোদনা

সিবিএল মানি ট্রান্সফারের ‘সিটি রেমিট’ মোবাইল রেমিট্যান্স অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার (ডান থেকে তৃতীয়)। গত রোববার রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলেছবি: সিটি ব্যাংকের সৌজন্যে

মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিরা সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডি মালয়েশিয়ার মাধ্যমে সিটি ব্যাংকে রেমিট্যান্স পাঠালে বাড়তি ২ শতাংশ প্রণোদনা পাবেন। এটি ব্যাংক মাধ্যমে প্রবাসী আয় আনতে সরকারের দেওয়া আড়াই শতাংশ প্রণোদনার অতিরিক্ত। মালয়েশিয়ার সিবিএল মানি ট্রান্সফার সিটি ব্যাংকেরই সহযোগী প্রতিষ্ঠান।

সিবিএল মানি ট্রান্সফারের ‘সিটি রেমিট’ মোবাইল রেমিট্যান্স অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ২ শতাংশ প্রণোদনা দেওয়ার বিষয়ে ঘোষণা দেন। তিনি জানান, ২ শতাংশ প্রণোদনার সুযোগটি আগামী তিন মাস পর্যন্ত নিতে পারবেন মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিরা।

গত রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আনকাসা হোটেলে অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, সিবিএল মানি ট্রান্সফারের পরিচালক ফারুক সোবহান, দাতো গুরচরণ সিং প্রমুখ উপস্থিত ছিলেন। সিটি ব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।