ব্যাংক এশিয়ার পদত্যাগী এমডিকে ফেরাতে পারল না কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংক এশিয়ার এমডি আরিফ বিল্লাহ আদিল চৌধুরী
ছবি: সংগৃহীত

পরিচালনা পর্ষদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ব্যাংক এশিয়া থেকে পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ বিল্লাহ আদিল চৌধুরীকে ব্যাংকটিতে ফেরাতে পারেনি বাংলাদেশ ব্যাংক। তাঁকে ফেরাতে ব্যাংক চেয়ারম্যানদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি) দায়িত্ব নিয়েছিল। পাশাপাশি ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরীর সঙ্গেও সভা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। এরপরও গত সোমবার তাঁর পদত্যাগপত্র গৃহীত হয় বলে ব্যাংক এশিয়া সূত্রে জানা গেছে।

এর আগে গত ২৬ জুলাই ব্যাংক এশিয়া থেকে পদত্যাগ করেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। একই সময়ে আরও দুটি ব্যাংকের এমডি পদত্যাগ করেন। অর্থনীতির এই পরিস্থিতিতে এমডিদের অস্বাভাবিক পদত্যাগ ব্যাংক খাতে খারাপ বার্তা দিতে পারে, এ জন্য কেন্দ্রীয় ব্যাংক পদত্যাগ করা এমডি ও বিএবির সঙ্গে সভা করে। এর মধ্যে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের পদত্যাগী এমডি ব্যাংকে ফেরেন। পদ্মা ব্যাংকের এমডি পারিবারিক কারণে ব্যাংকে ফেরেননি। ব্যাংক এশিয়ার এমডিও ফিরলেন না।