বিনিময়ে লেনদেনে বিঘ্ন ঘটছে
ব্যাংক, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের মধ্যে অর্থ স্থানান্তরে চালু হওয়া সেবা ‘বিনিময়’ বিকাশ থেকে লেনদেন করা যাচ্ছে না। ঠিক কী কারণে এ সমস্যা হয়েছে, তা বলতে পারছে না ব্যাংক ও এমএফএসের কর্মকর্তারা।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প বিনিময় সেবা তৈরি করেছে। পরে বাংলাদেশ ব্যাংককে এটি বুঝিয়ে দেওয়া হয়, যা গত সোমবার থেকে চালু করা হয়।
এ উদ্যোগে এখন পর্যন্ত ১২টি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে, যারা একে অপরের মধ্যে অর্থ বিনিময় করতে পারবে। এখন পর্যন্ত যুক্ত হয়েছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, ইসলামী ব্যাংকের এমক্যাশ, বেসরকারি ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক ও সরকারি সোনালী ব্যাংক।
এই সেবা নিয়ে অনেকের মধ্যে আগ্রহ তৈরি হলেও চালুর পর তা কিছুটা কমেছে। কারণ, শুরুতেই দেশের বড় এমএফএস ও ব্যাংক এতে যুক্ত হয়নি। আবার মাশুলের জন্য অনেকের মধ্যে অনাগ্রহ আছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ বলেন, বিকাশ থেকে লেনদেনে সমস্যা হচ্ছে। এ নিয়ে কাজ চলছে। তবে অন্য প্রতিষ্ঠান থেকে লেনদেন চলছে।