খিলগাঁও তালতলা সিটি করপোরেশন সুপারমার্কেটে ডিজিটাল মাধ্যমে লেনদেনের সুযোগ

বাংলাদেশ ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উদ্যোগে নগদবিহীন বা ক্যাশলেস খিলগাঁও তালতলা সিটি করপোরেশন সুপারমার্কেট চালু করেছে মাস্টারকার্ড। এ উদ্যোগের মাধ্যমে ১ হাজার ৪৭ ব্যবসায়ী ডিজিটাল পেমেন্টের মাধ্যমে অর্থ গ্রহণ করতে পারবেন।

গতকাল সোমবার এই নগদবিহীন মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আর উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. শরাফত উল্লাহ খান ও মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ভিকাস ভার্মা, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাফকাত হোসেন, সিটি ব্যাংকের হেড অব রিটেইল মো. অরূপ হায়দার প্রমুখ।

মাস্টারকার্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বাংলা কিউআর ও পিওএস মেশিনের সাহায্যে এখন পণ্য বিক্রির অর্থ নিতে পারবেন খিলগাঁও তালতলা সিটি করপোরেশন সুপারমার্কেটের ব্যবসায়ীরা। ভোক্তারা কার্ড, ব্যাংক অ্যাপ ও এমএফএসের মাধ্যমে দ্রুত ও নিরাপদে অর্থ দিতে পারবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আর্থিক লেনদেনে ক্যাশলেস ইকোসিস্টেম গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘমেয়াদি লক্ষ্য রয়েছে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট লেনদেন ব্যবস্থা নিয়ে ডিএনসিসি কাজ করছে। আমরা ইতিমধ্যে অনলাইন হোল্ডিং ট্যাক্স, অনলাইন ট্রেড লাইসেন্স ব্যবস্থা চালু করেছি। ঘরে বসেই নগরবাসী এসব সেবা পাচ্ছে। ভবিষ্যতে আমরা আরও অনেক মার্কেটে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম বাস্তবায়নে কাজ করব।’

মাস্টারকার্ড সাউথ এশিয়ার সিওও ভিকাস ভার্মা বলেন, ‘বাংলাদেশ একটি ক্যাশলেস ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে ব্যবসায়ী ও ভোক্তাদের ডিজিটাল পেমেন্টকে সহজে গ্রহণ করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

নগদবিহীন খিলগাঁও তালতলা সিটি করপোরেশন সুপারমার্কেটের এ উদ্যোগের সঙ্গে অংশীদার হিসেবে আরও যুক্ত রয়েছে সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং এসএসএলকমার্জ।