ব্যাংক এশিয়ায় নতুন এএমডি এ এন এম মাহফুজ, প্রাইম ব্যাংকের ডিএমডি পদে নাজিম এ চৌধুরী

নাজিম এ চৌধুরী ও এ এন এম মাহফুজ
ছবি: সংগৃহীত

বেসরকারি খাতের প্রাইম ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন নাজিম এ চৌধুরী। এর আগে তিনি মেঘনা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং রিটেইল ও এসএমই ব্যাংকিংয়ের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ছিলেন ইস্টার্ন ব্যাংকে।

অন্যদিকে, এ এন এম মাহফুজ ব্যাংক এশিয়ায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন। তিনি গত মার্চ পর্যন্ত প্রাইম ব্যাংকের ডিএমডি ছিলেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দায়িত্ব শেষে তিনি ২০১৮ সালে প্রাইম ব্যাংকে যোগ দিয়েছিলেন। ব্যাংক দুটির বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাজিম এ চৌধুরী বিজনেস ডেভেলপমেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং এবং কমিউনিকেশনসে দীর্ঘ ২২ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, মেটলাইফ এবং ইস্টার্ন ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি একজন সার্টিফায়েড প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল।

এ এন এম মাহফুজেরও দুই দশকের বেশি সময়ের ব্যাংকিং ক্যারিয়ার। তিনি ১৯৯৮ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ১৮ বছরের বেশি সময় ধরে বিভিন্ন পদে কাজ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সেলস টিম ম্যানেজার, ব্রাঞ্চ সেলস অ্যান্ড সার্ভিস ম্যানেজার, ক্লাস্টার হেড, জেনারেল ম্যানেজার অব কনজ্যুমার ব্যাংকিং, হেড অব প্রায়োরিটি ব্যাংকিং, হেড অব ডিস্ট্রিবিউশন, হেড অব সিইপিজি এবং সর্বশেষ হেড অব ক্লায়েন্ট অ্যাকুইজিশন।