এখন ব্র্যাক ব্যাংকে মিলবে বিমাসেবা 

ব্র্যাক ব্যাংক চালু করেছে ব্যাংকাস্যুরেন্স সেবা। নতুন এ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে।ছবি: সংগৃহীত

ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের সরাসরি বিমাসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে বেসরকারি ব্র্যাক ব্যাংক। এ জন্য ব্যাংকটি ব্যাংকাস্যুরেন্স সেবা চালু করেছে। এখন থেকে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে গ্রাহকেরা মেটলাইফের জীবনবিমা ও গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের সাধারণ বিমা সুবিধা নিতে পারবেন।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্র্যাক ব্যাংকের এ সেবার উদ্বোধন করেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির এমডি ও প্রধান নির্বাহী ফারজানা চৌধুরী, ব্র্যাক ব্যাংকের ডিএমডি সৈয়দ আবদুল মোমেন ও প্রধান ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেন, দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের জীবনমান, ব্যবসা ও সম্পদ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে জীবন ও সম্পদের সুরক্ষার তাগিদও। এ কারণে জীবন, সম্পদ ও ব্যবসার ক্ষেত্রকে সুরক্ষিত করার মাধ্যমে টেকসই উন্নয়নের জন্য বিমা সুবিধা ছড়িয়ে দিতে হবে। 

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার বলেন, ‘উন্নত দেশগুলোয় বিমার পরিধি অনেক বড়। বাংলাদেশেও ব্যাংকাস্যুরেন্স সেবার মাধ্যমে বিমা সুবিধার পরিধি বাড়বে বলে আশা করছি। পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তিও ত্বরান্বিত হবে।’ 

অনেক বিমা কোম্পানির অসুস্থ প্রতিযোগিতার কারণে বিমা সম্পর্কে গ্রাহকের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে বলে জানান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল। 

ব্যাংকাস্যুরেন্স সেবা চালুকে একটি সময়োপযোগী উদ্যোগ উল্লেখ করে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন বলেন, ব্যাংক ও বিমা কোম্পানির মধ্যে এই সহযোগিতামূলক প্রচেষ্টার ফলে গ্রাহকেরা সহজেই বিমা পণ্যগুলো নিতে পারবেন, যা আর্থিক প্রতিষ্ঠানের প্রতি তাদের আস্থা ও বিশ্বাস বাড়াবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ব্যাংকাস্যুরেন্স সেবা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছ থেকে অনুমতি ও নিবন্ধন পেয়েছে ব্র্যাক ব্যাংক। প্রাথমিকভাবে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের কাছে মেটলাইফ বাংলাদেশ ও গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির ইনস্যুরেন্সের পণ্য সরবরাহ করবে। সারা দেশে ব্র্যাক ব্যাংকের যেকোনো শাখা থেকে নতুন চালু হওয়া ব্যাংকাস্যুরেন্স সেবাটি নিতে পারবেন গ্রাহকেরা।