সিটি ব্যাংক ২৫ শতাংশ লভ্যাংশ দেবে

সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের সভাপতিত্বে আজ রোববার ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ; পরিচালক রুবেল আজিজ, হোসেন মেহমুদ, সৈয়দা শায়রীন আজিজ, সাভেরা এইচ মাহমুদ ও রেবেকা ব্রোসন্যান; স্বতন্ত্র পরিচালক মতিউল ইসলাম নওশাদ, এমডি ও সিইও মাসরুর আরেফিন প্রমুখ অংশ নেনছবি: সিটি ব্যাংকের সৌজন্যে

সিটি ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে ১২ দশমিক ৫ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫ শতাংশ স্টক বা বোনাস লভ্যাংশ। আজ রোববার ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন করা হয়। সিটি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ; পরিচালক রুবেল আজিজ, হোসেন মেহমুদ, সৈয়দা শায়রীন আজিজ, সাভেরা এইচ মাহমুদ ও রেবেকা ব্রোসন্যান; স্বতন্ত্র পরিচালক মতিউল ইসলাম নওশাদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন, কোম্পানি সচিব মো. কাফি খান প্রমুখ অংশ নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এজিএমে শেয়ারহোল্ডাররা লভ্যাংশের পাশাপাশি ব্যাংকের ২০২৪ সালের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী অনুমোদন করেন।

চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ২০২৪ সালে সিটি ব্যাংক ১ হাজার ১৪ কোটি টাকার সমন্বিত কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে, যা এর আগের বছরের ৬৩৮ কোটি টাকার চেয়ে ৫৮ দশমিক ৯ শতাংশ বেশি। তিনি বলেন, ‘চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশেও সিটি ব্যাংক দৃঢ়তা ও গতিশীলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।’

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন প্রতিষ্ঠানের সার্বিক চিত্র শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরে তাঁদের নানা প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ‘২০২৪ সালে আমরা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্ব দিয়েছি। একাধিক ডিজিটাল ফার্স্ট উদ্যোগ চালু করেছি, রিটেইল ও এসএমই খাতে বৈচিত্র্য বাড়িয়েছি। সেই সঙ্গে সম্পদের গুণগত মান বজায় রেখেছি। চলতি ২০২৫ সালে আমরা সম্প্রসারণ, উদ্ভাবন ও গ্রাহক–সম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।’