বাস্তবে নারীর দুটি কর্মক্ষেত্র একটি বাড়ি, অন্যটি অফিস

মেহরুবা রেজা

বর্তমানে আমরা বহু নারীকে ব্যাংকিং পেশায় আসতে দেখছি। এর কারণ হতে পারে ব্যাংকিং একটি নিরাপদ কর্মক্ষেত্র। পাশাপাশি এ পেশায় রয়েছে নানাবিধ প্রাতিষ্ঠানিক সুবিধা। তবে ব্যাংক খাতের প্রাথমিক পর্যায়ের পদগুলোতে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হলেও মধ্যম ও উচ্চপর্যায়ে আশানুরূপ নয়। এর একটি কারণ হতে পারে, নারীরা ক্যারিয়ারের মধ্যম ও উচ্চপর্যায়ের সময়ে পরিবার নিয়ে অধিক মনোযোগী হয়ে ওঠেন। বাড়ির সব সামলানোর ক্ষেত্রে কারও সহযোগিতার অভাব বা সঙ্গীর যথেষ্ট সাপোর্ট না পাওয়ায় সন্তানদের প্রতিও অধিক মনোযোগ দিতে হয়। তাই একজন নারীর বাস্তবে দুটি কর্মক্ষেত্র—একটি বাড়িতে, অন্যটি অফিসে। পরিবার থেকে যথেষ্ট সাপোর্ট না পেলে অনেক ক্ষেত্রে নারীদের ক্যারিয়ার নিয়ে আগ্রহ কমে যায়।

আমরা ব্যাংকিং খাতে নারীর অংশগ্রহণ বাড়াতে পারব, যদি পুরুষেরা গৃহস্থালির কাজকে সবার কাজ বলে মনে করেন। অর্থাৎ ঘরের কাজ তাঁদেরও ভাগাভাগি করে করা উচিত। নারীরা যদি সুযোগ পান, তবে তাঁরা একই সঙ্গে পরিবারকে সহায়তা করার পাশাপাশি পেশাগত কাজও করতে পারবেন। পুরুষদের মতো নারীদের আরও বেশি অদম্য ও উচ্চাভিলাষী হতে হবে। আমরা নারীরা খুব আবেগপ্রবণ হয়ে পড়ি এবং আমাদের ক্যারিয়ার ছেড়ে চলে যাই। আবেগ ও চ্যালেঞ্জগুলো মোকাবিলার ক্ষেত্রে আমাদের শক্ত থাকতে হবে।