ব্র্যাক ব্যাংকের মুনাফায় বড় লাফ তিন কারণে

ব্র্যাক ব্যাংক

চলতি বছরের প্রথম ৩ মাসে ব্র্যাক ব্যাংক ৩১৪ কোটি টাকা কর–পরবর্তী মুনাফা করেছে। গত বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১৬৭ কোটি টাকা। সেই হিসাবে ১ বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা বেড়েছে ১৫১ কোটি টাকা বা ৯০ শতাংশের বেশি। গতকাল বুধবার ব্যাংকটি তাদের চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই আর্থিক প্রতিবেদন থেকে ব্যাংকটির মুনাফার এ তথ্য পাওয়া গেছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ঋণের সুদহার বৃদ্ধি, সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ ও মাশুল বাবদ আয় বৃদ্ধি পাওয়ায় চলতি বছরের প্রথম তিন মাসে ভালো মুনাফা করেছে ব্যাংকটি। সুদ বাবদ চলতি বছরের প্রথম ৩ মাসে ব্র্যাক ব্যাংক আয় করেছে ১ হাজার ২৪০ কোটি টাকা। গত বছরের প্রথম ৩ মাসে সুদ বাবদ আয় ছিল ৯২৯ কোটি টাকা।

সেই হিসাবে গত বছরের চেয়ে চলতি বছরের প্রথম ৩ মাসে সুদ বাবদ আয় বেড়েছে ৩১১ কোটি টাকা বা সাড়ে ৩৩ শতাংশ। গত বছরের জুলাই থেকে ব্যাংক ঋণের বেঁধে দেওয়া সুদহার তুলে নেওয়া হয়। তার বদলে ঋণের সুদ নির্ধারণে নতুন পদ্ধতি চালু করা হয়েছিল। তাতে গত মাসে ঋণের সুদহার সাড়ে ১৩ শতাংশ ছাড়িয়ে যায়।

এ ছাড়া সরকারি বিভিন্ন সিকিউরিটিজে বিনিয়োগ করে চলতি বছরের প্রথম ৩ মাসে আয় করেছে ৩৩২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৮৮ কোটি টাকা। সেই হিসাবে সরকারি সিকিউরিটিজের বিনিয়োগ থেকে ব্যাংকটির আয় বেড়েছে ২৪৪ কোটি টাকা বা ২৭৭ শতাংশ।

এর বাইরে মাশুল ও কমিশন বাবদ ব্যাংকটির আয়ও গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়কালে ব্যাংকটি মাশুল ও কমিশন ও অন্যান্য খাত থেকে ব্যাংকটি আয় করেছে ৪৮২ কোটি টাকা। গত বছরের প্রথম তিন মাসে এ খাতে ব্যাংকটির আয় ছিল ২৮১ কোটি টাকা। সেই হিসাবে গত বছরের চেয়ে চলতি বছরের প্রথম তিন মাসে এ খাতে ব্র্যাক ব্যাংকের আয় বেড়েছে ২০০ কোটি টাকার বেশি।

নানা খাতে আয় বৃদ্ধির পাশাপাশি সুদ বাবদ ব্যয়সহ নানা খাতে খরচও বেড়েছে ব্যাংকটির। তবে যে পরিমাণ আয় বেড়েছে, তার তুলনায় খরচ বেড়েছে কম। এ কারণে ব্যাংকটি বছরের প্রথম প্রান্তিক শেষে ভালো মুনাফা করেছে। গত বছর অর্থাৎ ২০২৩ সাল শেষে ব্র্যাক ব্যাংকের কর–পরবর্তী মুনাফা ছিল ৮২৭ কোটি টাকা। চলতি বছরের প্রথম ৩ মাসেই ৩১৪ কোটি টাকা মুনাফা করেছে ব্যাংকটি।