অনলাইনে অর্থ স্থানান্তরে বিলম্ব, এনপিএসবির সুইচ সমস্যা
বাংলাদেশ ব্যাংকের অধীন ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে অর্থ স্থানান্তরের কিছুটা সমস্যা হচ্ছে। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে কোনো কোনো ব্যাংকের গ্রাহক সমস্যায় পড়ছেন বলে জানা গেছে। এর মাধ্যমে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর সুবিধা থাকলেও এখন কিছু বাড়তি সময় লাগছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশের নতুন ডেটা সেন্টার স্থাপন করা হয়েছে। নতুন ডেটা সেন্টার স্থাপন করা হলেও আগের সুইচের মাধ্যমেই এর কার্যক্রম চলছে। সে জন্য এই লেনদেন নিষ্পত্তি হতে বাড়তি সময় লাগছে। তবে লেনদেন আটকে থাকছে না।
চলতি মাসের ১৭-২১ ডিসেম্বর সময়ের মধ্যে নতুন সুইচ স্থাপন ও সংযোগ দেওয়া হবে। এরপর থেকে অর্থ স্থানান্তর প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে সম্পন্ন হবে। সে জন্য আগামী ১৭-২১ ডিসেম্বর সময় কিছু সময়ের জন্য এনপিএসবি সেবা বন্ধ রাখতে পারে বাংলাদেশ ব্যাংক।
এনপিএসবি হলো, আন্তব্যাংক কার্ডভিত্তিক ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনের মাধ্যম। এটি ব্যাংকগুলোকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করেছে। এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেন। এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের পয়েন্ট অব সেলস টার্মিনালের মাধ্যমে পণ্য বা সেবার মূল্য পরিশোধ করতে পারেন। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক নিজের হিসাব বা কার্ড থেকে অন্য গ্রাহকের ব্যাংকের হিসাবে টাকা পাঠাতে পারেন।
এনপিএসবি সেবার মাধ্যমে ব্যক্তি পর্যায়ে দিনে ১০ লাখ টাকা ও প্রতিষ্ঠান পর্যায়ে ২৫ লাখ টাকা স্থানান্তর করা যায়। ব্যক্তি পর্যায়ে একবারে তিন লাখ টাকা ও প্রতিষ্ঠান পাঁচ লাখ টাকা লেনদেন করা যায়।