৮২৭ কোটি টাকা মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক
বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক ২০২৩ সালে ৮২৭ কোটি টাকা নিট বা প্রকৃত মুনাফা করেছে। এই মুনাফা ২০২২ সালের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি। ওই বছরে ব্যাংকটি ৬১৪ কোটি টাকা নিট মুনাফা করেছিল। আজ ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় গত বছরের হিসাব চূড়ান্ত হয়।
পর্ষদের সভায় শেয়ারধারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়। এর মধ্যে ১০ শতাংশ স্টক ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ। ২০২৩ সালে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪ টাকা ৭৩ পয়সা, ২০২২ সালে ছিল ৩ টাকা ৭৫ পয়সা।
আগামী ৩০ মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ অনুমোদনের বিষয়টি উপস্থাপন করা হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মে।
জানা গেছে, বিদায়ী বছরের ট্রেজারি ব্যবসা থেকে ব্যাংকটির ৮৭ কোটি টাকা আয় কম হয়। তবে সহযোগী প্রতিষ্ঠান বিকাশ থেকে মুনাফা আসে ৩৭ কোটি টাকা। ২০২২ সালে বিকাশ থেকে আয় হয়েছিল ১৭ কোটি টাকা। শেয়ারবাজারের সহযোগী প্রতিষ্ঠান থেকেও আয় কমেছে ব্যাংকের, পাশাপাশি রেমিট্যান্স প্রতিষ্ঠানে লোকসান হয়েছে। তবে ঋণের সুদ থেকে আয়ের কারণে সব ছাপিয়ে ব্যাংকটি ৮২৭ কোটি টাকা মুনাফা করে।
এই মুনাফা সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিদায়ী বছরে আমানত বেড়েছে ৩৪ শতাংশ, ঋণ বেড়েছে ২৬ শতাংশ। পুরো বছরে ব্যাংকের গ্রাহক বেড়েছে ৩ লাখ ৬০ হাজার। ব্র্যাক ব্যাংকের সুশাসন, নিয়মানুবর্তিতা ও মূল্যবোধ মানুষ বিশ্বাস করেছে। তার ফলেই এই মুনাফা করা সম্ভব হয়েছে। মুনাফা করাটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো নিয়মের মধ্যে থাকা। আমরা নিয়মের মধ্যে ব্যাংকিং করার চেষ্টা করে যাচ্ছি।’