একীভূতকরণ থেকে বাদ চায় এসআইবিএল
সোশ্যাল ইসলামী ব্যাংককে অন্য পাঁচটি ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত থেকে বাদ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দিয়েছেন ব্যাংকটির ৯ জন শেয়ারধারী। তাঁদের মধ্যে রয়েছেন ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান মো. রেজাউল হক। চিঠিতে তাঁরা উল্লেখ করেন, ২০১৭ সাল থেকে এস আলম গ্রুপ ব্যাংকটি দখলের পর থেকে নানা অনিয়ম হয়েছে। তারা আরও বলেন, প্রকৃত উদ্যোক্তাদের হাতে ব্যাংক পরিচালনার দায়িত্ব দেওয়া হলে এসআইবিএল ঘুরে দাঁড়াতে পারবে।