আইসিবির চেয়ারম্যান হলেন আবু আহমেদ
সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক আবু আহমেদ। আগামী তিন বছরের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪ এর ধারা ৭(১) (ক) অনুযায়ী অধ্যাপক আবু আহমেদকে আইসিবির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।
এর আগে গত মঙ্গলবার আইসিবির চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করেন সুবর্ণ বড়ুয়া। ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগ হওয়ার কারণ দেখিয়ে পদত্যাগপত্র দেন তিনি।
পুঁজিবাজারবিশেষজ্ঞ আবু আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক।