ব্যাংকঋণের সুদহার আরও বাড়ছে

টাকা
প্রতীকী ছবি

ট্রেজারি বিলের সুদের হার বাড়ায় ব্যাংকঋণের সুদহারও বাড়ছে। আগে ব্যাংকঋণের সর্বোচ্চ সুদহার ছিল ১১ দশমিক ১৮ শতাংশ, যা বেড়ে হয়েছে ১১ দশমিক ৪৭ শতাংশ। নতুন এই সুদহার ডিসেম্বর থেকে কার্যকর হবে। তবে প্রতি ছয় মাসে একবারই সুদহার বাড়ানো যাবে।

দীর্ঘ সময় দেশে ঋণের ওপর ৯ শতাংশ সুদহার নির্ধারণ করা ছিল। তবে অর্থনৈতিক সংকট কাটাতে তা তুলে নিয়ে কিছুটা বাজারভিত্তিক করা হয়েছে।

এখন যে পদ্ধতির ওপর ভিত্তি করে ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, সেটি পরিচিত স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিলস হিসেবে। প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নভেম্বরের জন্য স্মার্ট রেট ছিল ৭ দশমিক ৪৩ শতাংশ। ডিসেম্বরের জন্য যা বেড়ে হয়েছে ৭ দশমিক ৭২ শতাংশ। ফলে সুদহার আরও বেড়ে গেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা হলো, ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্প্রেডের সঙ্গে সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে। প্রাক্‌-জাহাজীকরণ রপ্তানি ঋণ এবং কৃষি ও পল্লিঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্প্রেডের সঙ্গে ২ দশমিক ৭৫ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে।
ফলে ঋণের সর্বোচ্চ সুদহার হবে ১১ দশমিক ৪৭ শতাংশ এবং প্রাক্-জাহাজীকরণ রপ্তানি ও কৃষিঋণে সুদহার হবে ১০ দশমিক ৪৭ শতাংশ।