মানি চেঞ্জারে ডলারের দাম হবে সর্বোচ্চ ১১৭ টাকা

বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

দেশের সব মানি চেঞ্জার প্রতিষ্ঠানকে নিয়ম মেনে ডলার কেনা-বেচা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ডলারের বিক্রয় মূল্য হবে সর্বোচ্চ ১১৭ টাকা। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এক সভায় এই নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকে এ সভা অনুষ্ঠিত হয়। যদিও খোলা বাজারে ডলারের দাম এখনো ১২৫ টাকা।

সভায় মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম ইসমাইল হক, সাধারণ সম্পাদক মো. শেখ হেলাল শিকদারসহ অর্থ লেনদেন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) নির্ধারণ করা দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ডলারের দাম ঠিক করবে মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন। ফলে ডলারের ক্রয় মূল্য হবে ১১৫ টাকা ৫০ পয়সা ও বিক্রয় মূল্য সর্বোচ্চ ১১৭ টাকা।

এর আগে ডলারের দাম নিয়ন্ত্রণে বিদেশস্থ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর স্থানীয় প্রতিনিধি, বাফেদা ও এবিবি নেতাদের সঙ্গে সভা করে বাংলাদেশ ব্যাংক। এদিকে দেশের ব্যাংকগুলো এখনো ঘোষণার চেয়ে বেশি দামে প্রবাসী আয় কেনা অব্যাহত রেখেছে। ফলে বাড়ছে প্রবাসী আয়। চলতি মাসের প্রথম ১৩ দিনে (১-১৩ নভেম্বর) আয় এসেছে ১০০ কোটি মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ৭৮ কোটি ৯০ লাখ ডলার।