যে তিন ব্যাংককে একই পরিবারের পরিচালক কমাতে হবে 

বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

কোনো ব্যাংকে এক পরিবার থেকে তিনজনের বেশি পরিচালক থাকলে বাকিদের পদত্যাগ করতে হবে। তবে কে পদত্যাগ করবেন, তা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের হাতে ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশোধিত ব্যাংক কোম্পানি আইন পরিপালনের জন্য কেন্দ্রীয় ব্যাংক গতকাল বুধবার এই নির্দেশনা দিয়েছে।

পরিবারের সদস্য কারা, তা–ও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে ব্যাংক কোম্পানি আইনে। তবে দেশের খুব বেশি ব্যাংকে এক পরিবারের বেশি সদস্য নেই। 

আইনে বলা হয়েছে, পরিবার ও পরিবারের সদস্য হবে কোনো ব্যক্তির স্ত্রী, স্বামী, পিতা, মাতা, পুত্র, কন্যা, ভাই, বোন এবং উক্ত ব্যক্তির ওপর নির্ভরশীল কোনো ব্যক্তি। 

জানা গেছে, এখন ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে একক পরিবার থেকে তিনজনের বেশি পরিচালক আছেন। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকে এক পরিবার থেকে চারজন পরিচালক আছেন। তাঁরা হলেন চেয়ারম্যান মনোয়ারা হক সিকদার, পরিচালক পারভীন হক সিকদার, রন সিকদার ও রিক সিকদার। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) রয়েছেন এক পরিবারের পাঁচ পরিচালক। তাঁরা হলেন চেয়ারম্যান রুকমিলা জামান, পরিচালক আনিসুজ্জামান চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, রোখসানা জামান ও আফরোজা জামান। এ ছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও আছেন এক পরিবারের পাঁচজন। তাঁরা হলেন চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, পরিচালক ফারজানা পারভীন, রহিমা বেগম, আতিকুর নেসা ও বদরুন নেসা। 

আগের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এক পরিবার থেকে চারজন পরিচালক হতে পারতেন। কিন্তু নতুন আইনে সেই সংখ্যা চার থেকে কমিয়ে তিনজনে নামিয়ে আনা হয়েছে। সে আইনের আলোকে বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, এখন থেকে কোনো ব্যাংকে একক পরিবার থেকে তিনজনের বেশি সদস্য পরিচালক হিসেবে থাকতে পারবেন না।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকের কোনো পরিচালকের পদত্যাগ করা আবশ্যক হলে কে পদত্যাগ করবেন, তা পরিচালকদের পারস্পরিক সমঝোতার মাধ্যমে নির্ধারিত হবে। তবে সমঝোতা না হলে কী করতে হবে, তা-ও বলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, পদত্যাগের বিষয়ে পরিচালকেরা পারস্পরিক সমঝোতায় আসতে ব্যর্থ হলে পরিচালনা পর্ষদের সভায় লটারি অনুষ্ঠানের মাধ্যমে নির্ধারণ করতে হবে, কে পদত্যাগ করবেন।

এদিকে একক পরিবার থেকে পরিচালকের সংখ্যা চার থেকে তিনে নামানো হলেও পরিচালকদের মেয়াদ ৯ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করা হয়েছে।