হাতের মুঠোয় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ‘ম্যাগপাই’ নামের অ্যাপ চালু করছে রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক। এতে ব্যাংকিং সেবা আরও অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য হবে বলে আশা করছে ব্যাংকটি।

সম্প্রতি রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

অনুষ্ঠানে জানানো হয়, ম্যাগপাই অ্যাপের মাধ্যমে গ্রাহক ঘরে বসেই ই-কেওয়াইসির মাধ্যমে ব্যাংক হিসাব খুলতে পারবেন। এ ছাড়া হিসাব বিবরণী জানা ও ডাউনলোড করা, চেকবই রিকুইজিশন, ইএফটি, আরটিজিএস ও এনপিএসবির মাধ্যমে অন্য ব্যাংকে সরাসরি অর্থ স্থানান্তর, অ্যাড মানি, ই-কমার্স/মার্চেন্ট পেমেন্ট, ক্রেডিট কার্ডের বিল দেওয়া, পরিষেবা বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, টিকেটিংসহ অন্যান্য ব্যাংকিং সেবা পাওয়া যাবে।

এ ছাড়া এ অ্যাপে বেসিক ব্যাংকের যেকোনো কার্ড, অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যুক্ত করা যাবে। যেকোনো ভিসা অথবা মাস্টার কার্ড থেকে ফান্ড ট্রান্সফার, কিউআর কোডের মাধ্যমে কেনাকাটা, মোবাইল রিচার্জ, ব্যালান্স ইনকোয়ারি ও তাৎক্ষণিক কার্ড/অ্যাকাউন্ট স্টেটমেন্ট সুবিধা আছে। ম্যাগপাই অ্যাপের মাধ্যমে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি প্রদান ও গ্রহণ করা যাবে।

ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান। অনুষ্ঠানে আরও উদ্বোধন করা হয় কাস্টমার অনবোর্ডিং প্ল্যাটফর্ম ‘বেসিক আই অ্যাকাউন্ট’।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেসিক ব্যাংক প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংকিং অ্যাপ চালু করেছে। এ অ্যাপের মাধ্যমে ব্যাংকিংসহ অন্যান্য আর্থিক সেবা দেওয়া হবে। দেশের যেকোনো নাগরিক মাত্র ২ মিনিটেই ব্যাংক হিসাব খুলতে পারবেন। ফলে ঘরে বসেই মানুষ ব্যাংকিং সুবিধা পাবেন।

উল্লেখ্য, ম্যাগপাই ও বেসিক আই অ্যাকাউন্ট শিগগির গুগল প্লে-স্টোরে পাওয়া যাবে।