মাস্টারকার্ড, এমটিবি ও পাঠাও আনল নতুন প্রিপেইড কার্ড
দেশের তরুণদের জন্য আধুনিক একটি পেমেন্ট সমাধান নিয়ে এসেছে মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও পাঠাও পে। ‘কম্পেনিয়ন প্রিপেইড কার্ড’ নামের নতুন এই কার্ড ব্যবহারকারীদের দেবে একই সঙ্গে ওয়ানটাচ পেমেন্ট, এটিএম থেকে টাকা উত্তোলন এবং রিয়েল টাইম ব্যালেন্স ট্র্যাকিংসহ নানা সুবিধা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাস্টারকার্ড এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবহারকারীদের জন্য আর্থিক সুবিধা সহজলভ্য করতে এবং সেবাকে আরও ব্যবহারকারী-কেন্দ্রিক করতে এই কার্ড চালু করা হয়েছে। নতুন এই কার্ড বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মাস্টারকার্ড গ্রাহকদের জন্য সর্বোচ্চ নিরাপদ ও নিরবচ্ছিন্ন লেনদেন অভিজ্ঞতা নিশ্চিত করবে।
ব্যাংক হিসাব ছাড়াই নতুন এই কার্ডের মাধ্যমে পাঠাও পে ব্যবহার করা যাবে। এ ছাড়া কার্ডধারীদের জন্য রয়েছে মাস্টারকার্ডের মাধ্যমে এক্সক্লুসিভ অফার, অনলাইন ও অফলাইন কেনাকাটার বিভিন্ন সুযোগ, এটিএম থেকে অর্থ উত্তোলন এবং রিয়েল টাইম ব্যালেন্স অনুসন্ধানসহ নানা সুবিধা রয়েছে।
স্টারলিট হরাইজন, পার্পল হেজ ও সানশাইন বিচ—এই তিনটি নকশায় নতুন এই কার্ড বাজারে আনা হয়েছে। এসব কার্ডধারী দেশের যেকোনো এটিএম থেকে অর্থ উত্তোলন করতে পারবেন। সরাসরি ও ভার্চ্যুয়াল—দুভাবেই পাওয়া যাবে কার্ডগুলো।
নতুন কার্ডের বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) এমডি ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘এই কার্ড চালুর মাধ্যমে আমরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী সুবিধা উপভোগে সক্ষম করতে এবং প্রতিটি লেনদেনকে আনন্দদায়ক করে তুলতে চাই।’
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, আজকের তরুণেরা তাঁদের উদ্দেশ্য ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর্থিক পণ্য ও সমাধান খোঁজেন। এই নতুন প্রিপেইড কার্ডগুলো তরুণদের উন্নত ও নিরাপদ পেমেন্ট অভিজ্ঞতার পাশাপাশি ব্যবহারকারীদের অর্থ ব্যবস্থাপনায়ও সহায়তা করবে।
নতুন কার্ড প্রসঙ্গে পাঠাওয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) ফাহিম আহমেদ বলেন, পাঠাও পের ওয়ালেট-লিংকড কার্ড বাংলাদেশের জন্য একটি প্রথম ও অভিনব ধারণা। এই কার্ডের ব্যবহারকারীরা নিজেদের মতো করে লেনদেন করতে পারবেন, প্রয়োজনমতো অর্থ ব্যবহার ও ব্যবস্থাপনা করতে পারবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাঠাও পে-তে বেশি ব্যয় করা নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারী আগে থেকেই পাঠাও পে কার্ড ব্যবহারের সুযোগ পাবেন।