ডাচ্–বাংলা ব্যাংকের প্রবাসী আয়ের অর্ধেকই আসছে এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে। কারণ, এজেন্টরা একেবারেই প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেছে। ফলে যাঁরা বিদেশ থেকে আয় পাঠাচ্ছেন, তাঁদের পরিবারের সদস্যদের তা উত্তোলন করতে দূরের শাখায় যেতে হচ্ছে না। সামনের দিনে এই হিসাবগুলো ব্যবহার করে আর্থিক অন্তর্ভুক্তি আরও বিস্তৃত করা সম্ভব। কারণ, এই হিসাবগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন লেনদেনে ব্যবহার হচ্ছে।
অন্যদিকে এজেন্ট ব্যাংকিং সেবা নারীদের জন্য সবচেয়ে বড় সুবিধা হয়েছে। বাড়ির কাছাকাছি হওয়ায় তাঁরা খুবই সহজেই ব্যাংকিং কার্যক্রমে অংশ নিতে পারছেন। সে কারণে এজেন্ট ব্যাংকিং সেবার অর্ধেকই এখন নারী।