অগ্রণী ব্যাংকের নামের শেষে যুক্ত হলো পিএলসি

অগ্রণী ব্যাংকের ইজিএমে ব্যাংকটির নাম পরিবর্তন করে অগ্রণী ব্যাংক পিএলসি করার বিষয়টি অনুমোদন করা হয়। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষেছবি: অগ্রণী ব্যাংক

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন হয়েছে। এখন থেকে ব্যাংকটির নাম হবে অগ্রণী ব্যাংক পিএলসি।

ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার তৃতীয় বিশেষ সাধারণ সভায় (ইজিএম) অগ্রণী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে অগ্রণী ব্যাংক পিএলসি করার বিষয়টি অনুমোদন করা হয়। গতকাল অগ্রণী ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জায়েদ বখ্‌ত, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব নাহিদ হোসেন, পরিচালনা পর্ষদের পরিচালক বিশ্বজিৎ ভট্টাচার্য, মফিজ উদ্দীন আহমেদ, কাশেম হুমায়ূন, কে এম এন মঞ্জুরুল হক, খোন্দকার ফজলে রশিদ, তানজিনা ইসমাইল, মো. শাহাদাৎ হোসেন ও মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল কবীর, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মো. জাকির হোসেন চৌধুরী, অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিত দায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১(ক) ধারা নতুন করে যুক্ত করা হয়েছে। নতুন ধারায় সীমিত দায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিত দায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে।