বাংলাদেশ ব্যাংক

পবিত্র রমজান মাসে ব্যাংকিং লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আজ বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে রমজানের জন্য নতুন এই সময়সূচি ঘোষণা করেছে।

গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, পবিত্র রমজানে সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা–স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

রমজান শেষে আগের মতো সকাল ১০টা থেকে ব্যাংক খোলা থাকবে এবং লেনদেন হবে তখন থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে বিকেল পাঁচটা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের কর্মকমেটা: রোজার মাসের্তারা বলছেন, রমজানের শেষের দিকে কেনাকাটা ও ঈদের কারণে নগদ লেনদেনে চাপ বাড়বে। তখন সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।