ব্র্যাক ব্যাংককে পাঁচ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএফসি

কোভিড-১৯ মহামারির দীর্ঘস্থায়ী প্রভাব মোকাবিলায় দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতকে সহযোগিতা করতে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ব্র্যাক ব্যাংক লিমিটেডকে পাঁচ কোটি ডলার ঋণ দিচ্ছে।

আইএএফসি মনে করছে, এই ঋণসহায়তা দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের কর্মসংস্থান টিকিয়ে রাখতে এবং ব্র্যাক ব্যাংকের বিদেশি মুদ্রার তারল্য বৃদ্ধিতে সহায়তা করবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আইএফসি এ তথ্য জানিয়েছে। তারা আরও বলেছে, এই ঋণসহায়তা ব্র্যাক ব্যাংকের এসএমই গ্রাহকদের চলতি মূলধন ও বাণিজ্য অর্থায়নে সহায়ক ভূমিকা পালন করবে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও আইএফসি প্রাইম ব্যাংককে একই ধরনের ঋণ দিয়েছিল। তারা মনে করছে, এই ঋণ বাজারে ইতিবাচক বার্তা দেবে। ফলে অন্যান্য বিদেশি বিনিয়োগকারী দেশের স্থানীয় ব্যাংক ও এসএমই প্রতিষ্ঠানগুলোর বিদেশি মুদ্রার চাহিদা মেটাতে এগিয়ে আসবে।

জনস্বাস্থ্যের এই সংকট মোকাবিলায় আইএফসি বিশ্বব্যাপী ৮০০ কোটি ডলার সহায়তা দিচ্ছে। তার অংশ হিসেবে ব্র্যাক ব্যাংককে এই পাঁচ কোটি ডলারের ঋণসহায়তা দিচ্ছে সংস্থাটি। ব্র্যাক ব্যাংককে দেওয়া এই ঋণ মূলত চলতি মূলধনের ঘাটতি মোকাবিলায় দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ায় তারা বিশ্বব্যাপী উদীয়মান ব্যাংকগুলোকে ২০০ কোটি ডলার ঋণসহায়তা দিচ্ছে।

এ প্রকল্পে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের বেসরকারি খাতবিষয়ক মিশ্র অর্থায়ন কর্মসূচির সহায়তা আছে। এই কর্মসূচি থেকেও আইএফসির চলতি মূলধন–সহায়তা কর্মসূচিতে অর্থায়ন করা হচ্ছে।

ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন বলেন, ‘আমাদের এসএমই ও করপোরেট গ্রাহকেরা এখনো কোভিড-১৯-এর প্রভাব মোকাবিলায় হিমশিম খাচ্ছেন। সেই সঙ্গে বিদেশি মুদ্রার স্বল্পতার কারণে তাদের নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।’

এদিকে কোভিড-১৯-এর প্রভাব কাটতে না কাটতে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যার প্রভাবে বিশ্ব অর্থনীতির গতি কমে গেছে।

আইএফসির দক্ষিণ এশিয়াবিষয়ক পোর্টফোলিও ব্যবস্থাপক ইয়াং পার্ক বলেন, ‘বাংলাদেশের মতো রপ্তানিমুখী দেশ নানা ধরনের সামষ্টিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সংকটের কারণে বিদেশি মুদ্রার ঘাটতিতে আছে, তাই বাংলাদেশের ব্যাংকিং খাতকে সহযোগিতা করছে আইএফসি।’ তিনি আরও বলেন, ‘আইএফসি বাংলাদেশের ব্র্যাক ব্যাংকের মতো যাদের বড় ধরনের এসএমই পোর্টফোলিও আছে, সে ধরনের ব্যাংকগুলোকে সহায়তা করে যাবে। ব্র্যাক ব্যাংকের সঙ্গে আইএফসির ১৯ বছরের সম্পর্ক—ঋণ ও ইকুইটি—উভয় ক্ষেত্রেই।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০১০ সাল থেকে দেশের বেসরকারি খাতের উন্নয়নে আইএফসি ৩৬০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে। এর মধ্য দিয়ে দেশের মানুষের কর্মসংস্থান তৈরিতে তারা ভূমিকা রেখে চলেছে। এ ছাড়া কোভিড-১৯ শুরু হওয়ার পর দেশের কোম্পানি ও ব্যাংকগুলোকে ৩৬ কোটি ডলারে বেশি তারল্য–সহায়তা দিয়েছে আইএফসি।