পাঁচ ব্যাংক একীভূত হচ্ছে, চাকরি থাকবে সবার
আর্থিক সংকটে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংককে একীভূত করে একটি ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত দুটি নাম হলো: ইউনাইটেড ইসলামিক ব্যাংক ও সম্মিলিত ইসলামিক ব্যাংক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এতে কেউ চাকরি বা আমানত হারাবেন না। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত হবে।