ব্যাংকের নতুন সময়সূচি, লেনদেনের সময় বাড়ছে আধঘণ্টা

বাংলাদেশ ব্যাংকছবি: সংগৃহীত

সরকারি অফিস সময়সূচিতে পরিবর্তন আসার পর ব্যাংক লেনদেনের সময়ও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১৯ জুন থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে। এখন ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন করা যায়। ফলে ব্যাংকে লেনদেনের সময় বাড়ছে ৩০ মিনিট।

বাংলাদেশ ব্যাংক আজ রোববার এক প্রজ্ঞাপন জারি করে লেনদেনের নতুন সময়সূচির তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংকের অফিস সময়সূচি হবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, যা কার্যকর হবে ১৯ জুন থেকে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা তাদের চাহিদামতো সময়ে খোলা থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আগে দেশে ব্যাংকের অফিস সময়সূচি ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে ২০২২ সালের নভেম্বরে এই সময়সূচিতে পরিবর্তন আনা হয়। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের ফলে ব্যাংকের অফিস সময় এখন আবার আগের সূচিতে ফিরছে।