বেসরকারি নয়, সরকারি ব্যাংকের সঙ্গে একীভূত করার দাবি বেসিক ব্যাংকের কর্মীদের

বেসিক ব্যাংক

সরকারি বেসিক ব্যাংককে বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে একীভূত করার খবরে ‘আতঙ্কগ্রস্ত’ হয়ে পড়েছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা। অনিশ্চয়তা থেকে রক্ষা পেতে ব্যাংকটির কর্মীদের দাবি সরকারি কোনো ব্যাংকের সঙ্গে যেন বেসিক ব্যাংককে একীভূত করা হয়।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) অর্থমন্ত্রীর কাছে এ বিষয়ে স্মারকলিপি দিয়েছেন বেসিক ব্যাংকের কর্মীরা। অর্থমন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতে ব্যাংকটির কর্মীরা বলেন, ‘বেসিক ব্যাংক শতভাগ রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। সরকারি এই ব্যাংককে বেসরকারি একটি ব্যাংকের সঙ্গে একীভূত করার খবরে আমরা “আতঙ্কগ্রস্ত” হয়ে পড়েছি।’

স্মারকলিপিতে আরও বলা হয়, দেশের চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের জন্য এই ব্যাংকের চাকরি ছিল স্বপ্নের মতো। ফলে এই ব্যাংকে উচ্চশিক্ষিত ও সপ্রতিভ তরুণ-তরুণীদের সমাবেশ ঘটেছে। যাঁরা ব্যাংকটিকে একটি শীর্ষ অবস্থানে নিয়ে গিয়েছিলেন। সরকারি খাতের ব্যাংক হয়েও এটি ছিল একটি লাভজনক ব্যাংক। বেসিক ব্যাংকের সাফল্যে অনেকে অন্য ব্যাংক ছেড়ে বেসিক ব্যাংকে যোগদান করেছেন।

স্মারকলিপিতে ব্যাংকটিকে একীভূত করার সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে বেসরকারি খাতের ব্যাংকের বদলে সরকারি কোনো ব্যাংকের সঙ্গে একীভূত করা হলে তা সব বিবেচনায় সামঞ্জস্যপূর্ণ হবে বলে মনে করেন ব্যাংকটির কর্মীরা।

ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা আরও বলেন, আর্থিক দুরবস্থা থেকে ব্যাংকটিকে বের করে আনতে সর্বশক্তি দিয়ে কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাতে দুর্দশা পুরোপুরি কাটিয়ে উঠতে না পারলেও ব্যাংকের অনেক সূচকের উন্নতি হয়েছে।

উল্লেখ্য, বেসিক ব্যাংককে বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়েছে সরকার। গত সোমবার সিটি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে সোমবার গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সিটি ব্যাংকের চেয়ারম্যান ও এমডির বৈঠক হয়।