সরকারি ব্যাংকের ৬ ডিএমডি বদলি, ৫ জনের পদায়ন

ব্যাংকপ্রতীকী ছবি

সরকারি ব্যাংকের ছয় উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) অন্য ব্যাংকে বদলি করা হয়েছে। পাশাপাশি আরও পাঁচ ডিএমডিকে তাদের আগের ব্যাংকেই পদায়ন করা হয়েছে। মহাব্যবস্থাপক থেকে ডিএমডি পদে পদোন্নতি দেওয়ার পর তাঁদের এই বদলি ও পদায়ন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রূপালী ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতারকে অগ্রণী ব্যাংকে, সোনালী ব্যাংকের ডিএমডি পারসুমা আলমকে রূপালী ব্যাংকে, রূপালী ব্যাংকের ডিএমডি কাজী আব্দুর রহমানকে অগ্রণী ব্যাংকে ও প্রবাসীকল্যাণ ব্যাংকের ডিএমডি নুর আলম সরদারকে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে বদলি করা হয়েছে। এ ছাড়া অগ্রণী ব্যাংকের ডিএমডি শামিম উদ্দিন আহমেদকে পাঠানো হয়েছে সোনালী ব্যাংকে ও রূপালী ব্যাংকের ডিএমডি ফয়েজ আলমকে জনতা ব্যাংকে পাঠানো হয়েছে।

পাশাপাশি একই আদেশে অগ্রণী ব্যাংকের ডিএমডি আবুল বাশার, সোনালী ব্যাংকের ডিএমডি আবু সাঈদ, রূপালী ব্যাংকের ডিএমডি হারুনুর রশীদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ডিএমডি পরিতোষ সরকার এবং জনতা ব্যাংকের ডিএমডি নুরুল ইসলাম মজুমদারকে নিজ নিজ ব্যাংকে পদায়ন করা হয়েছে।