আর্থিক প্রতিষ্ঠানে এক কোম্পানি থেকে একজন পরিচালক হতে পারবেন

বাংলাদেশ ব্যাংক
ফাইল ছবি: প্রথম আলো

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে পরিচালক নিয়োগের ক্ষেত্রে নতুন শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই শর্তের ফলে এখন থেকে এক কোম্পানি থেকে মাত্র একজন কোন আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক পদে থাকতে পারবেন। একাধিক প্রতিনিধি পরিচালক পদে থাকতে পারবেন না। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়ার ক্ষেত্রে আরও কিছু নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে এক পরিপত্র জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষে একজনের বেশি পরিচালক হতে পারবেন না।

এ ছাড়া কোনো ব্যক্তি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকাকালে, তাঁর সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো প্রতিষ্ঠানের কেউ ওই আর্থিক প্রতিষ্ঠানের বোর্ডে পরিচালক হিসেবে বসতে পারবেন না। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানের কোনো শেয়ারধারী নিজে পরিচালক হতে পারলেও, কাউকে প্রতিনিধি পরিচালক হিসেবে নিযুক্ত করতে পারবেন না।

নির্দেশনাগুলো ব্যাখ্যা করে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আর্থিক প্রতিষ্ঠানের শৃঙ্খলার ক্ষেত্রে বিষয়গুলো জরুরি মনে করায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষে একক পরিচালক ও পরিচালকের স্বার্থ আছে এমন কোন প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক নিয়োগে বিধিনিষেধ দেওয়া হয়েছে।

এ ছাড়া যাঁরা আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারধারী আছেন, তাঁরা নিজেরা বোর্ডে না বসে, পক্ষে অন্য কাউকে পরিচালক হিসেবে বসাতে পারবেন না বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা।

এর আগে ২০২২ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংক আরেকটি পরিপত্রে জানিয়েছিল, আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক নির্বাচন বা মনোনয়নের পর, ওই পরিচালকের নিযুক্তি বা পদায়ন কিংবা পুনঃ নিযুক্তি বা পুনঃ পদায়নের ক্ষেত্রে আগে থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। এ ছাড়া পদায়নকৃত পরিচালককে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া, বরখাস্ত বা অপসারণ করা যাবে না।

ওই পরিপত্রে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে হলে যোগ্যতার বিষয়টিও স্পষ্ট করে দেওয়া হয়। সেখানে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিধানানুযায়ী ন্যূনতম শেয়ার ধারণ করতে হবে। কমপক্ষে ১০ বছরের ব্যবস্থাপনা, ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে এবং পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান ঋণখেলাপি হতে পারবে না।