একটি মহল ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার অপপ্রচার চালাচ্ছে: আব্দুর রউফ তালুকদার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার
ছবি: প্রথম আলো

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, দেশের একটি মহল দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের কোনো কোনো ব্যাংক বন্ধ হয়ে যাবে বলে অপপ্রচার চালাচ্ছে। ফলে ক্ষুদ্র আমানতকারীদের আতঙ্কিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অপপ্রচারের কারণে ব্যাংকিং খাতে তারল্যসংকট সৃষ্টি হওয়ার ঝুঁকি সৃষ্টি হতে পারে।

এ ধরনের মিথ্যাচারপ্রসূত ঝুঁকি কমাতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংক ও ব্যাংকার্স অ্যাসোসিয়েশনকে তাদের অবস্থা সম্পর্কে সঠিক বক্তব্য তুলে ধরার নির্দেশনা দিয়েছেন গভর্নর।

বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সচেতনতামূলক অনুষ্ঠানে এসব কথা বলেন গভর্নর। বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভর্নরের এ বক্তব্য তুলে ধরেছে।

দেশের অর্থনীতি গতিশীল রাখতে এমডিদের উদ্দেশে গভর্নর বলেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে দেখা গেছে, কিছু ক্ষেত্রে ব্যাংকগুলো পণ্যের প্রকৃত বাজারমূল্য যথাযথভাবে যাচাই করতে ব্যর্থ হওয়ায় আমদানিতে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে ঋণপত্র খোলার কারণে দেশ কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা হারাচ্ছে। এ ছাড়া কোনো কোনো আমদানির ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিংয়ের কারণেও সরকার একদিকে রাজস্ব পাচ্ছে না, অন্যদিকে অবৈধভাবে হুন্ডি ব্যবসার ফলে দেশ বৈদেশিক মুদ্রাপ্রাপ্তিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ জন্য গভর্নর ঋণপত্র খোলার ক্ষেত্রে যাতে কোনো ধরনের ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য ব্যাংকের এমডিদের নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া শিশুখাদ্য, গম, চিনি, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর আমদানি যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে নির্দেশনা দেন তিনি।

ওই সভায় ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের বলেন, সিএমএসএমই খাতে প্রয়োজনীয় ঋণ নিশ্চিত করে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মূল্যস্ফীতি হ্রাস করার জন্য স্বল্প সুদে পুনঃ অর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। পুনঃ অর্থায়ন স্কিমগুলোর সফল বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ক্রেডিট গ্যারান্টি–সুবিধাও দেওয়া হচ্ছে।

তবে ব্যাংকগুলোর সহযোগিতা ছাড়া এসব উদ্যোগের সফল বাস্তবায়ন সম্ভব নয়। সভায় ক্রেডিট গ্যারান্টি বিভাগের পরিচালক মনোজ কুমার হাওলাদার ক্রেডিট গ্যারান্টি–সুবিধাগুলোর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তুলে ধরে ক্রেডিট গ্যারান্টি–সুবিধা গ্রহণ করে সিএমএসএমই উদ্যোক্তারা যেন দেশের অর্থনৈতিক উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে পারেন, সে বিষয়ে আরও উদ্যোগী হওয়ার জন্য প্রধান নির্বাহীদের প্রতি আহ্বান জানান।