এসএমইদের জন্য ভিসার পেমেন্ট সেবা
দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য সহজ ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার ঢাকার শেরাটন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করে কার্ডে লেনদেন সেবা প্রদানকারী বৈশ্বিক প্রতিষ্ঠান ভিসা।
অনুষ্ঠানে ভিসার প্রতিনিধিরা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য কমার্শিয়াল কার্ড ব্যবহারের সুযোগ-সুবিধা তুলে ধরেন। এ ছাড়া তাঁরা ভিসার অর্থ স্থানান্তর প্রযুক্তি উপস্থাপন করেন, যা প্রচলিত কার্ডভিত্তিক লেনদেনের গণ্ডি ছাড়িয়ে ছোট উদ্যোক্তাদের জন্য আরও সহজ, নমনীয় ও কার্যকর পেমেন্ট ব্যবস্থার সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেন খান। আরও উপস্থিত ছিলেন ভারতের এইচডিএফসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অংশুমান চ্যাটার্জী, ব্র্যাক ব্যাংকের এসএমই প্রধান সৈয়দ আবদুল মোমেন, ইবিএলের এসএমই ও ব্যক্তিগত ঋণ বিভাগের প্রধান সালেকীন ইব্রাহিম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তফা এবং এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান।
অনুষ্ঠানে ভিসার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, নেপাল ও ভুটান) সাব্বির আহমেদ বলেন, ‘ডিজিটাল অর্থনীতির যুগে এমএসএমই খাতকে টিকিয়ে রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও প্রযুক্তিগত সহায়তা দিতে ভিসা প্রতিশ্রুতিবদ্ধ।’